ছবি: জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় পা মেলালেন বুদ্ধিজীবী থেকে পড়ুয়া

Jan 07, 2020, 23:24 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: JNU-র পাশে কলকাতার নাগরিক সমাজ। কলেজ স্ট্রিট থেকে মিছিল জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। প্রতিবাদে গর্জে উঠলেন তাঁরা।পতাকা ছাড়া মিছিলে পা মেলালেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরাও।গানে -কবিতায়-বক্তব্যে প্রতিবাদের ঝাঁঝাঁলো সুর। JNU তে হামলার প্রতিবাদে কলকাতার পথে নাগরিক সমাজ।

2/8

রবিবার রাতে JNU ক্যাম্পাসে মুখোশধারীদের বেলাগাম তাণ্ডবের সাক্ষী গোটা দেশ। প্রতিবাদে পথে পড়ুয়ারা। নাগরিক সমাজ কি সরে থাকতে পারে? শহরের পথে কাঁধে কাঁধ মিলিয়ে বিশিষ্টরা।

3/8

কলেজ স্কোয়ারে জমায়েত । অঞ্জন দত্ত, কৌশিক  সেন, রূপঙ্কর, অনীক দত্ত । কে নেই মিছিলে? অশীতিপর তরুণ মজুমদার থেকে আঠারোর রিদ্ধি -সুরঙ্গনা, JNU -তে হামলার প্রতিবাদে কলকাতার পথে আট আশি। গলায় প্রতিবাদের সুর।একজোট হয়ে লড়াইয়ের বার্তা।  

4/8

নির্দিষ্ট কোনও রং নেই। নেই কোনও দলের পতাকা।বদলে আছে গান, গিটার আর খমকের সুর।পায়ে পায়ে  মিছিল জোড়াসাঁকোর দিকে যত এগিয়েছে, বেড়েছে জনস্রোত। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টদের সঙ্গে পা মিলিছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র,মহম্মদ সেলিম, সমীর পুততুণ্ডরা।

5/8

মিছিলের শুরুর অংশ যখন জোড়াসাঁকো ছুঁল,  শেষ তখন বহুদূর। ছোট্ট মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে একে একে সরব হলেন কৌশিক সেন, অনীক দত্তরা।

6/8

মোদী এরাজ্যে যেখানে যাবেন, পথ আটকাবে ছাত্ররা। JNU কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে হুঁশিয়ারি ছাত্রদের। আজ হাজরা থেকে নিজাম প্যালেস পর্যন্ত হাঁটলেন পড়ুয়ারা। ক্ষোভ উগরে দিলেন অমিত শাহের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ডেপুটেশনও জমা দিলেন তাঁরা।  

7/8

সন্ধের মুখোমুখি নিজাম প্যালেসে পৌছয় পড়ুয়াদের মিছিল। পুলিস পথ আটকাতে সামান্য ধস্তাধস্তি বাধে। পড়ুয়ারা দাবি করে, নিজাম প্যালেসে শ্রমমন্ত্রকের ডেপুটি সেক্রেটারির কাছে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।পুলিসের সঙ্গে আলোচনা শুরু হয়। ঠিক হয় বারোজন প্রতিনিধি ভিতরে যাওয়ার ছাড়পত্র পাবেন।

8/8

এদিন মিছিল হয় যাদবপুর ক্যাম্পাসেও। পা মেলান ছাত্রছাত্রী থেকে শিক্ষক-অশিক্ষক কর্মীরা।