1/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/13/332616-cook1.jpg)
ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামা, মার্কো পোলো--এই নামগুলি বললেই বা শুনলেই যেন রক্ত ছলাত্ করে বুকের মধ্যে। হবে না কেন, এঁরা সব পৃথিবীর বাঘা-বাঘা সমুদ্র অভিযাত্রী। কত জলপথ, কত দেশ, কত জনপদ আবিষ্কার করেছেন। তৈরি করেছেন বাণিজ্যপথ। এই তালিকাতেই থাকবেন আর এক অভিযাত্রী জেমস কুক। বহুমুখী এই অভিযাত্রীর সব চেয়ে বিখ্যাত কাজ হল হাওয়াই দ্বীপপুঞ্জের আবিষ্কার।
2/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/13/332615-jamesc1.jpg)
photos
TRENDING NOW
3/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/13/332614-hawai.jpg)
4/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/13/332613-newcoast.jpg)
5/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/13/332612-journey-1.jpg)
6/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/13/332611-newmap.jpg)
১৭৬৮ থেকে ১৭৭১ সাল--এই তিন বছর তিনি জাহাজে করে পৃথিবী প্রদক্ষিণ করেন। এই প্রদক্ষিণ-পর্বেই নিউজিল্যান্ড ও পূর্ব অস্ট্রেলীয় উপকূল অঞ্চল আবিষ্কার করেন। কুক ৩২০০ কিলোমিটার অস্ট্রেলীয় উপকূল জরিপ করে অস্ট্রেলিয়া ও নিউগিনির মধ্যবর্তী জলপথের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন এবং বিশ্বকেও নিশ্চিত করেন। তিনিই প্রথম নিউজিল্যান্ড উপকূলের ম্যাপ তৈরি করেন।
7/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/13/332610-jamesc2.jpg)
১৭৭২ থেকে ১৭৭৫ সাল-- এই সময় পর্বে কুক 'রিজলিউশন' ও 'অ্যাডভেঞ্চার' নামের দু'টি জাহাজ নিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও নিউ হেব্রাইডিস ভ্রমণ করে নিউ ক্যালেডোনিয়া ও নরফোক আবিষ্কার করেন। সেই অভিযানে তিনি প্রশান্ত মহাসাগরের নাতিশীতোষ্ণ অঞ্চলে অ্যান্টার্কটিকা মহাদেশের অবস্থান সম্পর্কেও ধারণা লাভ করেন। এবং জীবনের একেবারে শেষ অধ্যায়ে, ১৭৭৮ সালে তিনি ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ আবিষ্কার করেন।
photos