জালিয়ানওয়ালাবাগের ঘটনা অত্যন্ত লজ্জাজনক, শহিদদের শ্রদ্ধা জানিয়ে মন্তব্য ব্রিটিশ রাষ্ট্রদূতের

Apr 13, 2019, 11:36 AM IST
1/5

S 5

S 5

গত বুধবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমরা দুঃখিত। আর শনিবার দিল্লিতে ব্রিটেনের রাষ্ট্রদূত বললেন, জালিয়ানওলাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশ ভারতের ইতিহাসে এক লজ্জাজনক ঘটনা।

2/5

S 4

S 4

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার সেখানে গিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ব্রিটিশ রাষ্ট্রদূত ডমিনিক অ্যাসকুইথ। ভিজিটরস বুকে তিনি লেখেন, জালিয়ানওয়ালাবাগে যা হয়েছিল তার অত্যন্ত লজ্জাজনক।

3/5

S 3

S 3

১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শহিদের প্রতি এদিন শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছর পালন করছে গোটা দেশ। ভারত ওইসব শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ওই ত্যাগ বিফলে যাবে না।

4/5

S 2

S 2

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লেখেন, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা। এই ত্যাগ ভোলা যায় না।

5/5

s 1

s 1

এদিন জালিয়ানওয়ালাবাগে গিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।