গুরুতর অভিযোগ করেছেন Suvendu Adhikari, সংশোধন করুন Mamata Banerjee : Jagdeep Dhankhar

Dec 17, 2020, 14:03 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : রাজ্যপালের কাছে করা শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

2/5

মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে ধনখড় লিখেছেন, "শুভেন্দু অধিকারী তাঁকে জানিয়েছেন যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তিনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মিথ্যে মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে পুলিস ও প্রশাসন।"

3/5

"এমন একজন সহযোগী, যে দীর্ঘ সময় ব্য়াপী আপনার ঘনিষ্ঠ সঙ্গী ছিল, তাঁর কাছ থেকে এমন আশঙ্কার কথা আখেরে নিজেদের সংশোধনের প্রয়োজনীয়তা বুঝিয়ে দেয়," বলেও চিঠিতে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

4/5

প্রসঙ্গত, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর গতকাল, বৃহস্পতিবার, বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অমিত শাহের শান্তিনিকেতন সফরের সময়ই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। 

5/5

যদিও, বিধায়ক পদ ছাড়ার পর এদিন নিমতৌড়িতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে স্পষ্ট কোনও রাজনৈতিক বার্তা রাখেননি শুভেন্দু অধিকারী। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, "আমার জনশক্তি আছে, বুঝেছেন। ওই শক্তি-ই আসল শক্তি। মানুষের সঙ্গে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।"