Home Image: 
ইতালিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে রুপো জিতলেন বাংলার ঋতুপর্ণা
Domain: 
Bengali
Section: 
Home Title: 

ইতালিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে রুপো জিতলেন বাংলার ঋতুপর্ণা

English Title: 
Italian international badminton 2019: Bengal's Rituparna das wins silver
Slide Photos: 
ঋতুপর্ণা দাস

ইতালিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ২০১৯ টুর্নামেন্টে রুপো জেতার পর ভবিষ্যতে ঋতুপর্ণার থেকে ভারতের প্রত্যাশা আরও অনেকটাই বাড়িয়ে দিল।

ঋতুপর্ণা দাস

হায়দরাবাদে গোপীচাঁদের ব্যাডমিন্টন অ্যাকাডেমি থেকে একের পর এক আন্তর্জাতিক তারকা উঠে এসেছেন। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুর মতো ঋতুপর্ণা দাসও আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন।

ঋতুপর্ণা দাস

বাংলার মেয়ে ঋতুপর্ণা দীর্ঘদিন ধরেই ভারতীয় ব্যাডমিন্টনের ‘মহাগুরু’ গোপীচাঁদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চালাচ্ছেন।

ঋতুপর্ণা দাস

এ দিন ২১-১৯, ২১-১৪-এ ঋতুপর্ণাকে হারিয়ে ম্যাচ জিতে নেন ক্যারোলিনা মারিন।

ঋতুপর্ণা দাস

রবিবার টুর্নামেন্টের ফাইনালে রিও অলিম্পিকে সোনাজয়ী স্প্যানিশ ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিনের কাছে হেরে যান ঋতুপর্ণা।

ঋতুপর্ণা দাস

ইতালিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ২০১৯ টুর্নামেন্টে রুপো জিতলেন বাংলার মেয়ে ঋতুপর্ণা দাস।

Publish Later: 
No
Publish At: 
Sunday, December 15, 2019 - 19:26
Mobile Title: 
ইতালিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে রুপো জিতলেন বাংলার ঋতুপর্ণা
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Sudip Dey