গোলাপি বলে পাঁচ উইকেটের মালিক! কীভাবে সফল, জানালেন ইশান্ত শর্মা

Nov 23, 2019, 13:12 PM IST
1/5

ইশান্তের সাফল্যের রহস্য

ইশান্তের সাফল্যের রহস্য

ইডেনে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। মোমিনুল হক, মুশফিকুরদের ব্যাটিং ধসের অন্যতম কারণ যে ইশান্ত শর্মা তা আর বলে দিতে হয় না নতুন করে। গোলাপি বলে প্রথম পাঁচ উইকেটের মালিক হলেন তিনি। 

2/5

ইশান্তের সাফল্যের রহস্য

ইশান্তের সাফল্যের রহস্য

ওয়ান ডে, টি-২০ ক্রিকেটে এখন আর তাঁকে দেখা যায় না। ফলে ফোকাস পুরোপুরি টেস্টে। সেই জন্যই কি এমন সাফল্য? ইশান্ত বলে গেলেন, ''আমি এখন এসবের উর্ধ্বে। এত কিছু নিয়ে আর ভাবি না।''

3/5

ইশান্তের সাফল্যের রহস্য

ইশান্তের সাফল্যের রহস্য

প্রথম ইনিংসে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ইশান্ত। সাফল্যের রহস্য কী? ইশান্ত বললেন, ''লাল আর গোলাপি বলের মধ্যে পার্থক্য রয়েছে। স্বাভাবিক লেন্থে বোলিং করে দেখলাম সুইং পাচ্ছি না। তখন লেন্থ পাল্টাই।''

4/5

ইশান্তের সাফল্যের রহস্য

ইশান্তের সাফল্যের রহস্য

ইশান্ত আরও বললেন, ''লেন্থ বদলানোর সিদ্ধান্তটা আমার একার ছিল না। আমরা দলের তিন পেসার নিজেদের মধ্যে আলোচনা করে লেন্থ বদলানোর সিদ্ধান্ত নিই। এর পর ঠিকঠাক জায়গায় বল করে সাফল্য।''

5/5

ইশান্তের সাফল্যের রহস্য

ইশান্তের সাফল্যের রহস্য

ইডেনে যেন অন্য ইশান্তকে দেখা গেল। যদিও বাংলাদেশের বিরুদ্ধে ইন্দৌর টেস্টেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। বিশেষ করে নতুন বলে তাঁকে খেলতে বারবার সমস্যায় পড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।