INDvsWI: করোনাদৈত্যের থাবায় দর্শকশূন্য ইডেনে 'খেলা হবে', গ্যালারি যেন শ্মশান!
ছবিতে ইডেনের ভাল-মন্দ ইতিহাস।
সব্যসাচী বাগচী: ইডেন গার্ডেন্স মানেই গগনবেদী চিৎকার। ইডেনের গ্যালারি মানেই সেই 'মেক্সিকান ওয়েভ'-এর চেনা ছবি। ইডেনে আন্তর্জাতিক ম্যাচ মানেই ধর্মতলা থেকে আকাশবাণী পর্যন্ত টিকিটের কালোবাজারি। প্রিয় ভারত জিতলে গ্যালারি যেমন মশালের আলোয় রাঙিয়ে উঠেছে, তেমনই ক্রিকেটের নন্দনকাননের নাম জুড়েছে একের পর এক দাঙ্গায়। পণ্ড হয়েছে ম্যাচ। কিন্তু এই ইডেন একেবারে আলাদা। সিএবি-র দীর্ঘ ইতিহাসে এই প্রথমবার এক সপ্তাহে তিনটি আয়োজিত ম্যাচ হতে চলেছে এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৫ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিলেও, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সেটা অনুমোদন করেনি।
তাই করোনার জন্য খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে 'ইন্ডিয়া...ইন্ডিয়া...' চিৎকার তো অনেক দূরের কথা, মাঠের গ্যালারিগুলোতে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করবে! তবে এই ম্যাচে চোখ রাখার আগে ক্রিকেটের নন্দন কাননের বুকে ঘটে যাওয়া ১৫টি ভাল-মন্দ ঘটনার ইতিহাস ছবিতে দেখুন।