Tulip In kashmir : পাহাড়ের কোলে, লেকের পাশে বর্ণিল ফুলসম্ভার! কোথায় এ পুষ্পিত বসন্ত?
Indira Gandhi Tulip Garden: এশিয়ার সবচেয়ে বড় টিউলিপবাগান খুলে যাচ্ছে আগামী রবিবার। পর্যটকেরা বর্ণিল টিউলিপের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন অচিরেই। গভীর রঙের উদযাপন এ বাগানের ঘাসে-ঘাসে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ার সবচেয়ে বড় টিউলিপবাগান। কাশ্মীরের শ্রীনগরে। পর্যটকদের জন্য যা খুলে যাচ্ছে আগামী রবিবার, ১৯ মার্চ। টিকিট কেটে দেশি-বিদেশি পর্যটকেরা বর্ণিল টিউলিপের এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রতি বছরই মার্চ-এপ্রিলে টিউলিপের মৌসুম শুরু হয়। বাগানে মাত্র তিন থেকে পাঁচ সপ্তাহ টিউলিপ ফুটে থাকে।
1/6
পাহাড়ঘেরা লেক-লাগোয়া ফুলবাগান
![পাহাড়ঘেরা লেক-লাগোয়া ফুলবাগান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/13/410551-tulip-1.png)
2/6
চোখজুড়নো
![চোখজুড়নো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/13/410550-tulip-2.png)
photos
TRENDING NOW
3/6
পযর্টকের অপেক্ষায়
![পযর্টকের অপেক্ষায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/13/410549-tulip-3.png)
4/6
রং-বেরঙের টিউলিপ
![রং-বেরঙের টিউলিপ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/13/410548-tulip-4.png)
5/6
ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন
![ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/13/410547-tulip-5.png)
6/6
নতুন নতুন টিউলিপ
![নতুন নতুন টিউলিপ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/13/410546-tulip-6.png)
photos