পুজোতে এইসব রুটে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল

Oct 11, 2018, 19:04 PM IST
1/6

S 6

S 6

দুর্গাপূজার বিপুল যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। দেশের বিভিন্ন গন্তব্যে ১০৬টি পুজো স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।

2/6

S 5

S 5

পূর্ব রেলের ওইসব ট্রেনগুলি চলবে শিয়ালদহ-আজমের, শিয়ালদহ-আনন্দবিহার, হাওড়া-রক্সৌল, কলকাতা-ছাপরা, আসানসোল-পাটনা, মালদা টাউন হরিদ্বার, কলকাতা-লখনউ, হাওড়া-জম্মু।

3/6

S 4

S 4

ওইসব অতিরিক্ত ট্রেনে থাকবে ৭৭,৭৭২ বার্থ ও ৪৩২০ আসন।

4/6

S 3

S 3

পুজো স্পেশাল ওইসব ট্রেনগুলির মধ্যে ১২টি ট্রেন চলবে শিয়ালদহ-আজমের রুটে। ১২টি ট্রেন চলবে শিয়ালদহ-আনন্দবিহার রুটে ও ১৪টি ট্রেন চলবে হাওড়া-রক্সৌল রুটে।

5/6

S 2

S 2

অন্যদিকে, উতসব উপলক্ষ্যে সাঁতরাগাছি ও চেন্নাইয়ের মধ্যে ৬ জোড়া অতিরিক্ত সুপারফাস্ট ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। ওইসব ট্রেন চলবে ১২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।

6/6

S 1

S 1

দক্ষিণপূর্ব রেল আরও ৭ জোড়া সাপ্তাহিক পুজো স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এগুলি চলবে সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত। ৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ওইসব ট্রেন।