Indian Air Force Sarang: আকাশে উদ্ধত 'ময়ূর-বাহিনী', দেখে তাজ্জব গোটা দুনিয়া...
ময়ূর এ দেশের জাতীয় পাখি। সেই পাখি যে দারুণ উড়তে পারে তা নয়। তবে সেই পাখির মধ্যে এমন ভাবে ভারতীয়ত্ব অন্বিত হয়ে আছে যে, ভারতীয় বায়ুসেনা যখন তাদের কোনও অসাধারণ সেনাবাহিনীর পরিকল্পনা করে তখন এই পাখিকেই স্মরণ করে। তাই ময়ূরের নামের অনুষঙ্গ আছে এমন একটি হেলিকপ্টার টিম তৈরি করেছে তারা। যা বিস্মিত করছে সব পক্ষকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ময়ূরবাহন' নয়, এ হল ময়ূর-বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার এরোবেটিক্স টিম। নাম তার Indian Air Force Sarang। বলা হচ্ছে Sarang Helicopter Team-এর মতো স্মার্ট ও দক্ষ বায়ুসেনাবাহিনী বিশ্বে খুব কমই আছে। নিছক ফ্লাইং স্কিল দিয়েই এরা বাজিমাত করে দিতে পারে। এছাড়াও রয়েছে এদের বিরলমাপের দক্ষতা, লক্ষ্যের অব্যর্থতা। যেসব গুণের জেরে এই বাহিনী বিশ্বের অনেক দেশেরই শ্লাঘার পাত্র। আপাতত তারা যে ডিসপ্লে করেছে তাতেই মুগ্ধ সব মহল।