মোদীর ভারত কি সামরিক শক্তিতে চিনের চেয়ে এগিয়ে? আসুন, দেখে নেওয়া যাক...
India Vs China Military Power: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিন আবার মারমুখী। ৯ ডিসেম্বর LAC- কাছে একটি জায়গায় ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। তে উভয়পক্ষেরইকিছু সৈন্য আহত হন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিন আবার মারমুখী। ৯ ডিসেম্বর LAC- কাছে একটি জায়গায় ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। তে উভয়পক্ষেরইকিছু সৈন্য আহত হন। প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখে দুপক্ষের মধ্যে সীমান্ত-অচলাবস্থার পরিবেশ ছিল। এরই মধ্যে শুক্রবার ইয়াংসির নিকটবর্তী সংবেদনশীল এলাকায় এলএসি-র (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল) কাছে সংঘর্ষ হয়েছে। ২০০ জনেরও বেশি চিনা সৈন্য এতে জড়িত ছিল। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে এলএসি সংলগ্ন এলাকায় উভয়পক্ষই টহল দিচ্ছিল। তখনই এটা ঘটে। ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে যদি সত্যিই বড় আকারের সংঘর্ষ বাধে, কী হবে তাহলে ? আসুন, সামরিক শক্তির নিরিখে ভারত ও চিন, কে কোথায় দাঁড়িয়ে আছে আপাতত সেটুকুই দেখে নেওয়া যাক!
প্রতিরক্ষা বাজেট
![প্রতিরক্ষা বাজেট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/13/399892-indch1.png)
সামরিক শক্তি
![সামরিক শক্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/13/399891-indch-2.png)
ভারতের ৪৬১৪টি ট্যাঙ্ক রয়েছে, যেখানে চিনের ৫২৫০টি। ভারতে ১০০টি স্বচালিত কামান, ১৩৩৮টি রকেট লঞ্চার রয়েছে। চিনের কাছে ৪১২০টি স্ব-চালিত আর্টিলারি এবং ৩১৬০টি রকেট লঞ্চার রয়েছে। ভারতের কাছে ১৩৩৮টি মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে, চিনের রয়েছে ৩,১৬০টি। ভারতের আধাসামরিক বাহিনীর সংখ্যা ২৫২৭ ০০০, চিনের ৬২৪০০০। ভারতের বারো হাজার সাঁজোয়াযান রয়েছে, যেখানে চিনের রয়েছে ৩৫ হাজার।
TRENDING NOW
নৌবাহিনী
![নৌবাহিনী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/13/399890-indch-3.png)
বিমানবাহিনী
![বিমানবাহিনী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/13/399889-indch-4.png)
ক্ষেপণাস্ত্র
![ক্ষেপণাস্ত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/13/399888-indch-5.png)
চোখে চোখ
![চোখে চোখ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/13/399887-indch-6.png)