ধ্বংস করবে শত্রু সাবমেরিন, দুনিয়ার সবচেয়ে উন্নত এই কপ্টার কিনছে ভারত

Nov 17, 2018, 16:46 PM IST
1/5

S 5

S 5

আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৪টি অ্যান্টি সাবমেরিন কপ্টার কিনছে ভারত।

2/5

S 4

S 4

২৪টি মাল্টি রোল এমএইচ ৬০ রোমিও কপ্টার কিনতে খরচ পড়বে ২০০ কোটি ডলার।

3/5

S 3

S 3

কয়েক মাসের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওইসব কপ্টার কেনার চুক্তি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এনিয়ে সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মার্কিন ভাইস প্রসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে কথা হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।

4/5

S 2

S 2

ভারত ইতিমধ্যেই ওই এমএইচ ৬০ রোমিও সি-হক কপ্টার কিনতে চেয়ে চিঠি পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে।

5/5

s 1

s 1

বর্তমানে ওই এমএইচ ৬০ কপ্টার সাফল্যের সঙ্গে কাজ করছে মার্কিন নৌসেনায়। সাবমেরিন ধ্বংসের ক্ষেত্রে এই এমএইচ ৬০-কে সবচেয়ে উন্নত কপ্টার বলে মনে করা হয়।