IND vs NZ: জাডেজা-অশ্বিনের স্পিনেই ফিরল ভারত, কিউয়িরা এগিয়ে ১৪৩ রানে...

IND vs NZ: দ্বিতীয় দিনে ভারতীয় স্পিনারই ফেরালো ম্যাচ। কেমন যাবে তৃতীয় দিন অপেক্ষায় সকলে। 

Nov 02, 2024, 20:24 PM IST
1/5

ভারত বনাম নিউ জিল্যান্ড, মুম্বইয়ে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন

India Vs New Zealand

দ্বিতীয় দিনে ২৮ রানে এগিয়ে থাকা ভারতকে আবার লড়াইয়ে ফেরালেন স্পিনাররা। দিনের শেষে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ৯ উইকেটে ১৭১। এগিয়ে ১৪৩ রানে।

2/5

ঘুরন্ত পিচে জাডেজা-অশ্বিনের ম্যাজিক

Jadeja Ashwin Magic

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়েছে নিউ জিল্যান্ড। ভারতের চেয়ে ১৪৩ রানে এগিয়ে রয়েছে তারা। হাতে এখনও একটি উইকেট। রবিবার সকালে দ্রুত সেই উইকেট নিতে চাইবেন জাডেজারা। শনিবার চারটি উইকেট নিয়েছেন জাডেজা এবং অশ্বিন নিয়ে ছিলেন তিনটি। 

3/5

ভারত দ্বিতীয় দিন

India Second Day

ওয়াংখেড়ের ২২ গজে বল অপ্রত্যাশিত ভাবে ঘুরছে। কোনও বল লাফাচ্ছে। প্রতি ঘণ্টায় আরও কঠিন হচ্ছে ব্যাটিং। ভারতের স্পিন সহায়ক পিচে এ দেশের স্পিনারদের বল খেলা কতটা কঠিন, তা শনিবার বুঝলেন নিউ জিল্যান্ডের ব্যাটারেরা। 

4/5

লক্ষ্য এক উইকেট

Target One Wicket

ম্যাচের তৃতীয় দিন ভারতীয় দলের লক্ষ্য হবে নিউ জিল্যান্ডের শেষ উইকেটটি যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। নিউ জ়িল্যান্ড আর কোনও রান যোগ করতে না পারলেও জয়ের জন্য ভারতকে করতে হবে ১৪৪ রান।

5/5

তৃতীয় দিনে ভারতের ব্যাটিং

Third Day Indian Batting

ম্যাচের চতুর্থ ইনিংস হলেও তৃতীয় দিনের পিচে ব্যাট করার সুবিধা পাবেন রোহিত, কোহলিরা।