Canada Temple Violence: কানাডার হনুমানজির মন্দিরে ঢুকে হামলা! খালিস্তানিদের কাজ? কী বলছেন ট্রুডো?

Canada Temple Violence: ১৮৯৩ সালে মহারাষ্ট্রের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলকের মাধ্যমে গণেশপুজো একটি সর্বজনীন উদযাপনে পরিণত হয়। হিন্দু জাতীয়তাবাদী ভাবধারা গঠনের একটি উপায় হয়ে উঠেছিল এটি।

| Nov 04, 2024, 14:05 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিযোগ উঠেছে, উন্মত্ত খলিস্তানিরা কানাডার অন্টারিওয়ের ব্র্যাম্পটন হিন্দু মন্দিরে ঢুকে পড়ে এবং দর্শনার্থীদের উপরে হামলা চালায়। এ সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, হাতে খলিস্তানি পতাকা নিয়ে কয়েকজন একটা জায়গার মধ্যে ঢুকে এসে সেখানে উপস্থিত লোকজনকে মারধর করছে। কোথায়? 

1/6

মারধর

খালিস্তানি পতাকা-লাগানো লাঠি দিয়ে সেখানকার লোকজনকে মারধর করছে এক ব্যক্তি। আরও বিভিন্নরকম লাঠি নিয়ে ছুটে এসে হামলা চালাচ্ছে আরও কয়েকজন। তারই মধ্যে এক মহিলার চিৎকারের শব্দ। 

2/6

কানাডা

এটা কানাডার ছবি। যদিও বিষয়টি নিয়ে কানাডা সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি ভারত সরকারও।

3/6

হনুমান মূর্তি

যে মন্দিরে খলিস্তানিপন্থী লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে ৫৫ ফুট উঁচু হনুমানমূর্তি আছে। 

4/6

ব্র্যাম্পটনে

জানা গিয়েছে, ব্র্যাম্পটনের মন্দিরটি নিয়ে একটা শঙ্কা ছিলই। মন্দিরের এক পুরোহিত যদিও আগেই বলেছিলেন 'মন্দিরে নিরাপত্তা আছে। রাতেও নজরদারি থাকবে। তবে তিনিই আবার জানিয়েছিলেন, কয়েকজন লোক হনুমানমূর্তি তৈরির বিরোধিতা করেছিলেন।

5/6

মন্দির-বিতর্ক

সেই পুরোহিত এ-ও জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় হিন্দুধর্মকে নিশানা করা হচ্ছে। পুরসভার যাবতীয় নিয়ম মেনেই মূর্তি তৈরি করা হয়েছে। মন্দিরের নিজস্ব এলাকার মধ্যেই মূর্তি। তৈরি করতে যে অর্থ লেগেছে সেটা পুরোপুরি ডোনেশনের মাধ্যমে তোলা।

6/6

মন্দিরে ভাঙচুর

এমনিতেও ব্র্যাম্পটনে ইদানীং বারবার খালিস্তানিদের দাপট দেখা গিয়েছে। ফেব্রুয়ারিতে সেখানকার এক শহরের রামমন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল। তোলা হয়েছিল ভারতবিরোধী স্লোগান।