নিজস্ব প্রতিবেদন : ডোজের কোনও মিক্সিং নয়। যে যেই ভ্যাকসিন নিয়েছেন, বুস্টার বা প্রিকশন ডোজ হিসেবে সেই ভ্যাকসিনের ডোজ নিতে হবে। স্পষ্ট জানালেন ICMR-এর DG বলরাম ভার্গব।
2/5
বুস্টার ডোজ
বড়দিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনিয়ন সিটিজেন যাঁদের কো-মরবিডিটি আছে, তাঁদের জন্য বুস্টার ডোজ চালুর কথা ঘোষণা করেন।
photos
TRENDING NOW
3/5
কো-মরবিডিটি
সেক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার জন্য সিনিয়র সিটিজেনদের কো-মরবিডিটি প্রমাণে কোনও ডাক্তারি শংসাপত্র লাগবে না।
4/5
৯ মাস ব্যবধান
১০ জানুয়ারি থেকে এই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান থাকতে হবে ৯ মাস।
5/5
ওমিক্রন সংক্রমণ
প্রসঙ্গত, ওমিক্রন আবহে বাইরের অনেক দেশে আগেই বুস্টার ডোজ চালু হয়ে গিয়েছে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।