Champions Trophy 2025 Points Table Scenario: আফগানদের ইংরেজ বধ, সব হিসেব পুরো ঘেঁটে ঘ! রোহিত- স্যান্টনারদের প্রতিপক্ষ কারা?

Champions Trophy 2025 Points Table Scenario: আফগানিস্তানের কাছে ইংল্যান্ড হারতেই চ্যাম্পিয়ন্স ট্রফির সব অঙ্ক বদলে গেল!

| Feb 27, 2025, 15:17 PM IST
1/8

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়!

 England’s Shocking Exit From Champions Trophy 2025:

যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশ আফগানিস্তান অঘটন ঘটাতে এখন ওস্তাদ। আইসিসি-র সীমিত ওভারের মেগা ইভেন্টে, তালিবান শাসিত দেশে এখন বাইশ গজের 'জায়ান্ট কিলার'! হাশমাতুল্লাহ শহিদিরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জস বাটলারদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন! লাহোরে আফগানিস্তানের ৩২৫ রানের জবাবে ইংল্যান্ড ৮ রানে হেরে আইসিসির শো-পিস ইভেন্ট থেকে বেরিয়ে গিয়েছে!

2/8

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ 'এ'

 Champions Trophy 2025 Group A

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ 'এ' পেয়ে গিয়েছে প্রথম দুই সেমিফাইনালিস্ট। সবার আগে রোহিত শর্মার ভারত সেমিফাইনালের টিকিট কেটেছে। এরপর মিচেল স্যান্টনারের নিউ জ়িল্যান্ড গিয়েছে শেষ চারে। ঘটনাচক্রে আফগানদের ইংরেজ বধেই সব হিসেব ঘেঁটে ঘ হয়ে গেল! এখনও বোঝাই যাচ্ছে না রোহিত- স্যান্টনারদের প্রতিপক্ষ হবেন কারা!  

3/8

সেমিফাইনালে খেলার নিয়ম কী?

Champions Trophy 2025 Semi Final Rule

চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক ফরম্যাটে, এক গ্রুপের শীর্ষস্থানীয় দল সেমিফাইনালে অপর গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে খেলে। সহজ কথায় বললে, প্রথম সেমিফাইনালে 'এ ওয়ান' বনাম 'বি টু' হবে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে 'বি ওয়ান' ও 'এ টু'। গ্রুপ 'বি' থেকে এখন সেমিফাইনালিস্ট পাওয়াই বেশ জটিল হয়ে গেল!  

4/8

সেমিফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়ার কী প্রয়োজন?

 What does Australia need to qualify for the semifinals?

আফগানিস্তানকে হারালেই অস্ট্রেলিয়া (৩ পয়েন্ট) থ্রু করে যাবে। যদি স্টিভ স্মিথরা হেরে যান, তাহলে প্রোটিয়াদের নেট রান রেট অস্ট্রেলিয়ার নীচে নামাতে গেলে ইংল্যান্ডকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে!  

5/8

সেমিফাইনালে ওঠার জন্য আফগানিস্তানের কী প্রয়োজন?

What does Afghanistan need to qualify?

আফগানিস্তানকে (২ পয়েন্ট) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে। হেরে গেলে হাশমাতুল্লাহরা ছিটকে যাবেন। যার ফলে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে।    

6/8

সেমিফাইনালে ওঠার জন্য দক্ষিণ আফ্রিকার কী প্রয়োজন?

 What does South Africa need to qualify?

অস্ট্রেলিয়া জিতে গেলে, দক্ষিণ আফ্রিকা (৩ পয়েন্ট) এমনিই কোয়ালিফাই করে যাবে। অস্ট্রেলিয়া হেরে গেলে, টেম্বা বাভুমাদের যে ভাবেই হোক বাটলারবাহিনীকে হারাতে হবে। আরেকটি রাস্তাও থাকছে। প্রোটিয়াদের নিশ্চিত করতে হবে অজিদের চেয়ে বেশি নেটরানরেট।  

7/8

যদি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের কাছে এবং অস্ট্রেলিয়া, আফগানিস্তানের কাছে হেরে যায় তাহলে কী হবে?

What happens if South Africa loses to England and Australia loses to Afghanistan?

আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই করে যাবে, এখানেও বাভুমাদের খেয়াল রাখতে হবে তাদের নেটরানরেট যেন স্মিথদের থেকে ভালো হয়।    

8/8

নেট রান রেট কি এখনও বিপর্যয়ের কারণ হতে পারে?

Can Net Run Rate (NRR) still cause an upset?

অবশ্যই, যদি দক্ষিণ আফ্রিকা বড় রানে বা উইকেটে হারে এবং অস্ট্রেলিয়া অল্প ব্যবধানে হেরে যায়, তাহলে আফগানিস্তানের কাছে হেরে গেলেও, অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে পারবে।