Santragachhi Jheel: শীতরোদ্দুরে 'কচুরিপানা দ্বীপে' ডানা মেলল হাজার হাজার পরিযায়ী পাখি!

এখানে আছে এক টুকরো সবুজ, এক আঁজলা নীলজল আর এক চিলতে স্নিগ্ধ আকাশ।

| Jan 18, 2022, 15:17 PM IST

সাঁতরাগাছি ঝিল যেন হাওড়ার দূষিত অঞ্চলে আক্ষরিক অর্থেই এক টুকরো মরূদ্যান। যেখানে আছে এক টুকরো সবুজ, এক আঁজলা নীলজল আর এক চিলতে স্নিগ্ধ আকাশ। বহু কাল ধরেই এখানে ভিড় করে পরিযায়ী পাখির দল। তবে ইদানীং দূষণের কারণে পখি কম আসছিল। এরই মধ্যে আশার আলো জাগাল এ বছরটি। কেননা, এ বছরই গত কয়েক বছরের তুলায় পাখির সংখ্যা বাড়ল সাঁতরাগাছি ঝিলে।

1/5

রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি

বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে সাঁতরাগাছি ঝিলে এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখিদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রতি বছরের মতো এবারও ঝিলে পাখি গোনার কাজ হয়েছে। আর তাতেই জানা গিয়েছে, এ বছরে পাখিদের সংখ্যা সাম্প্রতিক কালের চেয়ে যথেষ্ট বেশি। যদিও পাখিদের প্রজাতির সংখ্যা অনেকটা কম। তবে এবারে রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি আসায় বেশ খুশি পক্ষীপ্রেমিকরা।

2/5

সাঁতরাগাছি ঝিলে

ফি বছর শীত পড়তেই হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে। সাধারণত অক্টোবর মাসের শেষ দিক থেকে হিমালয় পেরিয়ে অথবা হিমালয়ের পাদদেশ থেকে পরিযায়ী পাখিরা খাবারের সন্ধানে এখানে চলে আসে। এ বছর দেরিতে শীত পড়ায় পরিযায়ী পাখিরাও একটু দেরিতে এসেছে। মাঝে কয়েকদিন বেশ ভালো রকম ঠান্ডা পড়ায় দলে দলে পরিযায়ী পাখিরা এখানে ভিড় জমিয়েছে। 

3/5

রোদ্দুরে মেলে দেয় নীল ডানা

প্রকৃতি সংসদের পক্ষ থেকে গত শনিবার পাখি গণনার কাজ হয়েছে। জানা গেছে, এ বছরে মোট ৬৭৪২টি পরিযায়ী পাখি এসেছে। এদের মধ্যে তিনটি ট্রান্স-হিমালয়ান প্রজাতির পাখিও আছে। এরা হল-- লেসার হুইসলিং ডাক, গাডওয়াল এবং নর্দান পিনটেইল। এদের সংখ্যা যথাক্রমে ৬৬৭৪,  ৮ এবং ১। এ ছাড়াও এগারো প্রজাতির আরও নানা পাখি এসেছে। এদের মধ্যে রয়েছে-- কমন মুরহেন, ব্রোঞ্জ জাকানা, পার্পেল হেরন, হোয়াইট ওয়াগটেল, লিটল কর্মরান্ট, গ্রেট ইন্ডিয়ান পনড হেরন এবং হোয়াইট থ্রোটেড কিংফিশার ইত্যাদি।

4/5

কচুরিপানার সংসারে

প্রকৃতি সংসদের পক্ষ থেকে জানা গিয়েছে, ঝিলে কচুরিপানার পরিমাণ নির্দিষ্ট থাকার ফলে পাখিরা অনেক স্বচ্ছন্দে বসবাস করতে পারছে। চারদিকের শব্দ দূষণ এবং উপদ্রব থেকে কচুরিপানায় সহজেই লুকিয়ে থাকা যায়। তাই আগে থেকে কচুরিপানার বংশবৃদ্ধির ফলে পরিযায়ী পাখিদের সহায়ক হয়েছে। 

5/5

লেসার হুইসলিং ডাক

প্রকৃতি সংসদ সূত্রে আরও জানা গিয়েছে, ২০০০ সালে ষোলটি প্রজাতির ৫৬৯৪ পাখি এসেছিল, এদের মধ্যে লেসার হুসলিং ডাক ছিল ৫৬০১। পরের বছর এসেছিলো বারোটি প্রজাতির  ৫৬৫১টি পাখি। যার মধ্যে লেসার হুইসলিং ডাক এসেছিল ৫৫৩৬টি।