Bipin Rawat: '৩৫ বছরের দীর্ঘ দাম্পত্য', কীভাবে ভাগ্য দুজনকে একসঙ্গে এনেছিল?

Dec 11, 2021, 13:58 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: "ভাগ্য দুজনকে একসঙ্গে এনেছিল, আবার ভাগ্য-ই দুজনকে একইসঙ্গে টেনে নিল।" দিদি ও জামাইবাবুর শেষকৃত্য সম্পন্ন করে বললেন CDS পত্নী মধুলিকা রাওয়াতের শোকস্তব্ধ ভাই হর্ষবর্ধন সিং। ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দেশের প্রথম CDS বিপিন রাওয়াত ও তাঁর পত্নী মধুলিকা রাওয়াত।  

2/6

দীর্ঘ ৩৫ বছরের দাম্পত্য জীবন দুজনের। ভাই হর্ষবর্ধন সিংয়ের কথায় উঠে এল সেই ৩৫ বছর আগেকার স্মৃতিচারণা। হর্ষবর্ধন সিং জানান, প্রয়াত CDS বিপিন রাওয়াতের বাবা প্রয়াত লক্ষ্মণ সিং রাওয়াতও ছিলেন একজন সেনা অফিসার। দুজনে প্রথমে তাঁর সঙ্গে দেখা করেন। তারপর লক্ষ্মণ সিং রাওয়াত-ই ছেলে বিপিন রাওয়াতের সঙ্গে তাঁর দিদি মধুলিকা রাওয়াতের বিয়ের প্রস্তাব নিয়ে তাঁদের বাবা প্রয়াত মৃগেন্দ্র সিংকে চিঠি লেখেন।  

3/6

এভাবেই শুরু হয়েছিল দুজনের বিয়ের কথাবার্তা। CDS বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, দুজনের শিকড় ছিল দুই ভিন্ন রাজ্যে। প্রয়াত বিপিন রাওয়াত উত্তরাখণ্ডের লোক ছিলেন। অন্যদিকে মধুলিকা রাওয়াত ছিলেন মধ্যপ্রদেশের।

4/6

দীর্ঘ ৩৫ বছরের দাম্পত্যে আচমকাই দাঁড়ি টেনে দিয়েছে অভিশপ্ত ৮ ডিসেম্বর দিনটি। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে সুলুর যাওয়ার পথে, কুন্নুরের জঙ্গলে ১৪ জন সেনাকর্তা নিয়ে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক Mi-17 V5 হেলিকপ্টার। সস্ত্রীক বিপিন রাওয়াত সহ প্রাণ হারান ১৩ জন অফিসারই।  

5/6

শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় ব্রার স্কোয়্যারে শেষকৃত্য সম্পন্ন হয় সস্ত্রীক রাওয়াতের। একই চিতায় দাহ করা হয় রাওয়াত দম্পতিকে। 

6/6

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ হরিদ্বারের গঙ্গায় চিতাভস্ম ভাসিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই, প্রয়াত CDS বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের ২ মেয়ে, কৃতিকা ও তারিণী, আজ সকালে ব্রার স্কোয়্যারে গিয়ে বাবা-মায়ের চিতাভস্ম সংগ্রহ করেছেন।