1/8
2/8
photos
TRENDING NOW
3/8
বাড়িতেই Oily skin এর যত্ন নিতে পারেন। প্রতিদিন শসার রস দিয়ে মুখ পরিষ্কার করলে তৈলাক্তভাব দূর করে, শসার রসে চালের গুঁড়া মিশিয়ে scrub হিসেবে ব্যবহার করতে পারেন। Oily skin এ নিয়মিত গোলাপ জল, লেবুর রস আধ ঘণ্টা মুখে লাগিয়ে রেখে আলতো ভাবে তুলো দিয়ে মুখ পরিষ্কার করুন ধীরে ধীরে। এতে ব্রণ এবং ফুসকুড়ির দাগ উধাও হয়ে যাবে।
4/8
5/8
6/8
7/8
মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে পেস্ট করে সারা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন, Oily skin এর তৈলাক্তভাব দূর করে আপনার ত্বককে মসৃণ করে তুলবে। চন্দনের গুন অতুলনীয়, Oily skin এর জন্য চন্দনের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি এবং জল দিয়ে পেস্ট তৈরি করে তা মুখে ১০-১৫ মিনিট রেখে শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
8/8
photos