Horoscope Today: অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি মেষের, কাছের মানুষের জন্য় বিপদ মিথুনের

Feb 27, 2025, 08:57 AM IST
1/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

প্রাণশক্তিতে টগবগ করে ফুটবেন আজ। কাজের জায়গায় বিরক্ত লাগতে পারে কিন্তু লেগে থাকলে সাফল্য পাবেন। পারিবারিক সংঘাত এড়াতে ধৈর্য ধরুন। সম্পত্তি নিয়ে কোনও লেনদেন আজ না করাই ভালো। অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি।

2/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না। আর্থিক সমস্যা থাকবে। কাজ উদ্ধারের জন্য অন্য কারও সাহায্য নিতে হবে। কোনও লোভ করবেন নাা। খরচ থেকে সতর্ক থাকুন।  

3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

কাজের জায়গায় ভালো করবেন। পরিবারে আনন্দ পাবেন। রিয়েল এস্টেটের ব্যবসায় ভালো ফল পাবেন। আচমকা কারও কাছ থেকে বড় কোনও সাহায্য পাবেন। কাছের মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে।

4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

একটু হতাশ লাগতে পারে। আর্থিক সমস্যা হতে পারে। ভেঙ্গে পড়বেন না। কাজের জায়গায় সমস্যা হতে পারে। তবে ধৈর্য ধরলে সাফল্য পাবেন। পরিবারিক বন্ধন শক্ত করার জন্য মনযোগ দিন।

5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

প্রেমে বাধা রয়েছে। প্রতারিত হতে পারেন। কাজের জায়গায় সাফল্য পাবেন। বেশি খরচ হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। চোখের সমস্যা বাড়তে পারে। পরিবারে বিবাদ হতে পারে।

6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

 কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

ভ্রমণের পরিকল্পনা পিছিয়ে যেতে পারে। সম্পত্তি কেনাবেচা নিয়ে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। পড়ে থাকা কাজ করে ফেলুন। বন্ধুদের কথায় বিপদে পড়তে পারেন। কোনও ভালো মানুষের কথায় সমস্যার সমাধান হতে পারে। কাজের জায়গায় সমস্যায় পড়তে পারেন।

7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

কাজের জায়গায় ভালো করবেন। বিনিয়োগ নিয়ে আজ সিদ্ধান্ত নেওয়ার দিন। পারিবারিক সমস্যা মেটানোর জন্য খোলা মনে আলোচনা করা প্রয়োজন। আর্থিক উন্নতি হবে।  

8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

কাজের জায়গায় হেনস্থা। পরিবারে অশান্তি হতে পারে। দীর্ঘ দিনের কোনও সমস্যা মিটে যাবে। সম্পর্কে যাওয়ার জন্য দিনটি ভালো নয়। রিয়েল এস্টেট ব্যবসায় ভালো ফল পাবেন।

9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

দীর্ঘ মেয়াদী আর্থিক পরিকল্পনা করতে পারেন। কারওসঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় সমস্যা কেটে যাবে। বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। 

10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

অপ্রত্যাসিতভাবে কারও কাছ থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। কথা বলতে হবে মেপে। তা না হলেই বিপদ। আর্থিক ক্ষেত্র ভাল, লোককে অর্থসাহায্য করতে পারবেন।

11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

ব্যবয়ায় উদাসীনতা দেখাবেন না। ক্ষতি হতে পারে। পরিবারের সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন।পরিকল্পনা করে এগোলে ব্য়বসায় ভালো ফল পাবেন। হুট করে কোথাও বিনিয়োগ করবেন না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না। উপকার করলে ভালো ফল পাবেন। সম্পত্তি কেনাবেচা করার জন্য দিনটি শুভ।    

12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

 নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। কাজের জায়গায় উন্নতি হবে তবে তা ধীরে। ভ্রমণে গেলে কাজে উত্সাহ পাবেন। খোঁজখবর নিয়ে বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন।   (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)