কান্দাহারগামী বিমান চালকের ভুলে হাইজ্যাকের বিপদসংকেত দিল্লি বিমানবন্দরে

Nov 10, 2018, 21:15 PM IST
1/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_8

কান্দাহারকাণ্ডের স্মৃতি উস্কে ফের কান্দাহারগামী বিমান হাইজ্যাকের আশঙ্কায় চাঞ্চল্য ছড়াল দিল্লি বিমানবন্দরে। 

2/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_7

শনিবার দিল্লি বিমানবন্দরে উড়ান ধরার ব্যস্ততা যাত্রীদের। দিল্লি-কান্দাহার এফজি৩১২ বিমানটি ছাড়ার কথা ছিল দুপুর ৩.৩০ মিনিটে। ঠিক তখনই বিমান চালকের কাছ থেকে এল হাইজ্যাকের বিপদসংকেত। 

3/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_6

সূত্রের খবর, শনিবার আরিয়ানা আফগান এয়ারলাইন্স বিমান ওঠার সময়েই বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের কাছে আসে চালকের হ্যাইজ্যাকের সংকেত।   

4/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_5

এরপরই শুরু হয় চূড়ান্ত তত্পরতা। নেমে পড়েন এনএসজি-র কম্যান্ডোরা। পরে জানা যায়, ভুল করে হাইজ্যাকের বোতাম টিপেছিলেন বিমানচালক। 

5/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_4

বিমানচালক ভুল করে সংকেত দেওয়ার দাবি করলেও কোনও ঝুঁকি নিতে চাননি নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। গোটা বিমানে চলে তল্লাশি। 

6/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_3

তল্লাশিতে লেগে যায় ঘণ্টা দুই। নিরাপত্তাকর্মীরা নিশ্চিত হওয়ার পরই সবুজ সংকেত দেওয়া হয়।   

7/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_2

সূত্রের খবর, বিপদ সংকেত আসার পর বিমানটি ঘিরে ফেলেছিল এনএসজি। নেওয়া হয়েছিল জঙ্গি হামলা মোকাবিলার সবরকম প্রস্তুতি। 

8/8

ফিরল কান্দাহারের স্মৃতি

kandahar_1

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ভারতের যাত্রিবাহী বিমান হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে গিয়েছিল জঙ্গিরা।