দ্রুততম দশ হাজার থেকে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেড- কিং কোহলির পাঁচ অনবদ্য রেকর্ড

Nov 05, 2020, 12:59 PM IST
1/5

একদিনের ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রানের মালিক- সচিনের তেন্ডুলকরকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের মালিক এখন বিরাট কোহলি। সচিনের থেকে ৫৪ ইনিংস কম নেন একদিনের ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করতে।

2/5

এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি - ২০১৭ সালে ক্রিকেটের তিন ফরম্যাটে ১১টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

3/5

প্রথম ক্রিকেটার হিসেবে এক দশকে কুড়ি হাজার আন্তর্জাতিক রান - ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূর্ণ করেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকে কুড়ি হাজার রান পূর্ণ করেন।

4/5

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেড-  টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেডের মালিক এখন বিরাট কোহলি। টেস্টে সাতটি ডাবল হান্ড্রেড করেছেন তিনি। সচিন এবং সেওয়াগের ৬টি করে দ্বিশতরান রয়েছে টেস্টে।

5/5

এক আইপিএল মরশুমে ব্যক্তিগত সর্বোচ্চ রান-  আইপিএলের নবম সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। সেই মরশুমে চারটি সেঞ্চুরি করেন বিরাট।