করোনা মিলিয়ে দিল দুই চির প্রতিদ্বন্দ্বীকে; ইস্ট-মোহন একযোগে রক্তদান শিবির
Jun 05, 2020, 17:59 PM IST
1/6
বিশ্ব সংকট মিলিয়ে দিল দুই চির প্রতিদ্বন্দ্বীকে। অতিমারী করোনা দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগানকে এক করে দিল।
2/6
করোনার জেরে বন্ধ রক্তদান শিবির। মোবাইল ভ্যানে অল্প সংখ্যক রক্তদাতাদের নিয়ে চলছে রক্তদান শিবির। তবে তাতে মিটছে না রক্তের সংকট।
photos
TRENDING NOW
3/6
এবার রক্তের সেই সংকট মেটাতে দুই দলের সমর্থকরা মিলে দুটি আলাদা মোবাইল ভ্যানের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করলেন।
4/6
বাগুইআটির বাগুইপাড়ায় শুক্রবার সকালে দুটি মোবাইল ভ্যানের মাধ্যমে দুই দলের সমর্থকরা রক্তদান করেন।
5/6
দুই দলের সমর্থকদের একত্রিত হয়ে এই মহান কাজের সাক্ষী থাকতে এ দিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, সাংসদ দোলা সেন, বিশিষ্ট সমাজসেবী বাবুন ব্যানার্জি, কাউন্সিলর সন্দীপ বাগুই।
6/6
মূলত কাউন্সিলর সন্দীপ বাগুইয়ের উদ্যোগেই এই কর্মকাণ্ড। ফুটবলার শিল্টন পাল, হাবিবুর রহমান সহ দুই দলের প্রাক্তন ও বর্তমান ফুটবলারও হাজির ছিলেন।