High Risk Warning for Android: অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহার করেন? বড়রকম বিপদে পড়তে পারেন, সতর্ক করল খোদ সরকারই...

High Risk Warning for Android: অ্যান্ড্রয়েড নিয়ে উদ্বেগ প্রকাশ করল 'ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' তথা 'সিইআরটি-ইন' (CERT-IN)।

| Sep 12, 2024, 16:33 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যান্ড্রয়েড নিয়ে উদ্বেগ প্রকাশ করল 'ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' তথা 'সিইআরটি-ইন' (CERT-IN)। তারা জানাল, নিরাপত্তার ক্ষেত্রে বড়সড়ো ফাঁক রয়ে গিয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেমে। আর এটা থেকে গেলে এর ভালনারেবিলিটি ক্রমশ বাড়তে থাকবে। হ্যাকাররা অনেক সুবিধাজনক পরিস্থিতিতে চলে যাবে।  

1/6

হ্যাকার

ফলে সকলেই ভীত হয়ে পড়ছেন। সিস্টেমে ভালনারেবিলিটি থাকা মানে, হ্যাকারদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য চলে যাওয়া। 

2/6

ফ্রেমওয়ার্কে বদল

অ্যান্ড্রয়েড নিয়ে তা হলে কী করা যায়? অ্যান্ড্রয়েডের ফ্রেমওয়ার্ক সিস্টেমে কিছু সংশোধন আনতে হবে। 

3/6

অটোমেটিক আপডেট

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এবং অ্যান্ড্রয়েড অ্যাপে অটোমেটিক আপডেটিং সিস্টেম এনেবল করতে হবে।

4/6

ট্রাস্টেড সোর্স

কোনও বিশ্বস্ত সোর্স থেকেই একমাত্র অ্যাপ ডাউনলোড করুন। যেমন গুগল প্লে স্টোর। 

5/6

সিকিউরিটি সফটওয়্যার

কোনও বিখ্যাত সিকিউরিটি সফটওয়্যারই একমাত্র ব্যবহার করুন। এর দ্বারা সিস্টেমে যে ম্যালেইশিয়াস অ্যাক্টিভিটিগুলো ঘটে, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে এই সফটওয়্যার। 

6/6

আননোন লিংকে না

আননোন লিংকে একেবারেই ক্লিক করবনে না। অজানা উৎস থেকে উৎসারিত মেসেজ বা ই-মেইল মারফত যেসব লিংক রাতদিন আমাদের কাছে আসে তা থেকে সদাসতর্ক থাকুন।