করোনার মাঝে PPF-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমাল কেন্দ্র

Mar 31, 2020, 23:06 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মাঝেই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। চলতি অর্থবর্ষের (২০২০-২০২১) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

2/5

সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্বল্প সঞ্চয় যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), কিসান বিকাশপত্র, জাতীয় সঞ্চয় প্রকল্প (NSC), সিনিয়র সিটিজেন স্কিম ও মাসিক আয় প্রকল্পের সুদ কমানো হল। 

3/5

 পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ কমল ০.৮ শতাংশ। মিলবে ৭.১ শতাংশ সুদ। ৭.৪ শতাংশ সুদ মিলবে সিনিয়র সিটিজেন প্রকল্পে। সুদ কমল ১.২%।

4/5

 Monthly Income Scheme-এর গ্রাহকরা পাবেন ৬.৬ শতাংশ সুদ। কমল ১ শতাংশ। জাতীয় সঞ্চয় প্রকল্পে ১.১ শতাংশ সুদ কমে হল ৬.৮%। 

5/5

অতিসম্প্রতি ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এরপরই মেয়াদি আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বাকি ব্যাঙ্কগুলিও সেই পথে হাঁটতে চলেছে।