Google Pay: সুখের দিন শেষ... গুগল পে এবার টাকা দেওয়ার জন্য চার্জ করবে আপনাকে!

Google Pay: গুগল পে, সংক্ষেপে জি-পে, ব্যবহার করেন না এরকম খুব কম মানুষই আছেন! আজকের দিনে UPI ছাড়া চলে না। প্রশ্ন হচ্ছে গুগল পে কি এবার UPI করতে চার্জ নেবে?

Feb 21, 2025, 18:11 PM IST
1/5

'দামী' হচ্ছে গুগল পে!

GPAY will charge you now

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি কি গুগল পে ব্যবহার করছেন? তাহলে জেনে রাখুন, গুগল পে এখন তার গ্রাহকদের কাছ থেকে কনভেনিয়েন্স ফি নেওয়া শুরু করেছে।   

2/5

'দামী' হচ্ছে গুগল পে!

GPAY will charge you now

আপনি যদি বাড়ির বিদ্যুৎ বিল গুগল পে-দিয়ে মেটান, তাহলে আপনাকে গুনতে হবে বেশি টাকা। কারণ বিল পেমেন্টের ক্ষেত্রে অন্যান্য অ্যাপের মতো গুগল পে-ও এবার কনভিনিয়েন্স ফি নেওয়া শুরু করেছে।  

3/5

'দামী' হচ্ছে গুগল পে!

GPAY will charge you now

আপনি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বিল মেটান, তাহলে আপনার উপর ০.৫% থেকে ১% চার্জ ধার্য হবে। এই চার্জ ছাড়াও আপনাকে জিএসটি-ও দিতে হবে।  

4/5

'দামী' হচ্ছে গুগল পে!

GPAY will charge you now

মোবাইল ফোন রিচার্জের ক্ষেত্রেও  গুগল পে গ্রাহকদের কাছ থেকে ৩ টাকা অতিরিক্ত ফি নিচ্ছে। তবে গুগল পে-র মাধ্যমে UPI লেনদেন এখনও পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে।   

5/5

'দামী' হচ্ছে গুগল পে!

GPAY will charge you now

যদিও এই UPI লেনদেনের উপরেও চার্জ আরোপের দাবি উঠেছে। তবে সরকার এখনও এটি বিনামূল্যে রেখেছে।