Gold Prices: এখন দাম চড়া ভেবে না কিনলে পস্তাবেন, আর ৬ বছরেই ১০ গ্রাম সোনা ছোঁবে ২ লাখ!
যে হারে সোনার দাম বাড়তে তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। সোনার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা বিরক্ত হলেও স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ মনে করছেন তারা।
Gold Silver Price: যে হারে সোনার দাম বাড়তে তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। সোনার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা বিরক্ত হলেও স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ মনে করছেন তারা।
1/5
সোনার দাম
যে হারে সোনার দাম বাড়তে তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। এরই মধ্যে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে জানা গিয়েছে, ১৮ এপ্রিল ২০২৪-এ ১০ গ্রাম সোনার দাম ৭৪০০০ টাকা ছুঁয়েছে। সোনার দাম প্রায় তিনগুণ হতে ৯ বছরেরও বেশি সময় লেগেছে। ২০১৫ সালে দাম ছিল ২৪৭৪০ টাকা। এর আগে, ২০০৬ সালে ৮২৫০ টাকা থেকে ৯ বছরেরও বেশি সময়ে দাম তিনগুণ বেড়ে গিয়েছে। এর আগে, ১৯৮৭ সালে সোনার দাম প্রতি ১০ গ্রাম ২৫৭০ টাকা থেকে তিনগুণ হতে প্রায় ১৯ বছর লেগেছে।
2/5
সোনার দাম
photos
TRENDING NOW
3/5
সোনার দাম
4/5
সোনার দাম
5/5
সোনার দাম
photos