৩ হাজার কোটি টাকার ‘স্ট্যাচু অব ইউনিটি! এই বিপুল অর্থ এল কীভাবে?
Oct 31, 2018, 17:25 PM IST
1/9
খরচের বহর
বিশ্বের সবচেয়ে উচ্চতম মূর্তি উন্মোচন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি করতে খরচ ধরা হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
2/9
খরচের বহর
সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেড, কেন্দ্র এবং গুজরাট সরকার মিলে প্রায় ২১৩৪ কোটি টাকা খরচ করেছে।
photos
TRENDING NOW
3/9
খরচের বহর
সূত্রের খবর, আগামী কয়েক দিনে এই খরচ বৃদ্ধি পাবে ৩ হাজার কোটির টাকার কাছাকাছি।
4/9
খরচের বহর
টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, মূর্তি তৈরি করতে ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে মোদী সরকার।
5/9
খরচের বহর
গুজরাটের বিজেপি সরকার দিয়েছে ৫৫৪ কোটি টাকা। নির্মাণকারী সংস্থা এল অ্যান্ড টি-কে ১৫ বছরের জন্য দেখভাল করতে এই টাকা বরাদ্দ করা হয়েছে।
6/9
খরচের বহর
কেন্দ্র এবং রাজ্যের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে ৪৫৫.৮৮ কোটি টাকা এসেছে।