Bus Accident: ৭০ ফুট গভীর খাদে পড়ল বাস! দুর্ঘটনাস্থলেই মৃত ৪, গুরুতর আহত বহু...

Kerala Bus Accident: সোমবার সকালে কেরালার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC) বাস সোজা গিয়ে পড়ে খাদে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

Jan 06, 2025, 16:14 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কেরালায়। সোমবার সকালে কেরালার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC) বাস সোজা গিয়ে পড়ে খাদে। কেউ যাতে আটকে না থাকে সেজন্য ক্রেন দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

2/6

দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। সকাল ৬.১৫ টায় ঘটনাটি ঘটে।

3/6

পুলিস জানিয়েছে, নিহতরা হলেন মাভেলিকার বাসিন্দা অরুণ হরি (৫৫), রমা মোহন (৪০), সঙ্গীত (৪৫) এবং বিন্দু উন্নিথান (৫৯)৷

4/6

দুর্ঘটনাস্থলে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা, পুলিস এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময় গাড়ির ব্রেক ফেইল হয়। যার ফলে বাসটি ৭০-ফুট গভীর খাদে গিয়ে পড়ে। 

5/6

পুলিস সূত্রে খবর, কেএসটিআরসি বাজেট ট্যুরিজম সেলের গাড়িটি রবিবার ভোর পাঁচটার দিকে মাভেলিকারা থেকে ছেড়েছিল এবং সোমবার সকালে ফেরার কথা ছিল।  

6/6

আহত ৩১ জনকে মুন্ডাকায়াম মেডিকেল ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে পালার মার স্লিভা মেডিসিটিতে ভর্তি করা হয়েছে।