Road Accident: ভয়ংকর সংঘর্ষে ২৬ যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস! ঘটনাস্থলেই মৃত ৪...

Chittoor Accident: বাসে মোট ২৬ জন যাত্রী ছিলেন। ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। ফলে বাস উলটে পড়ে যায়।

Jan 17, 2025, 13:17 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর পথদুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু এবং ২২ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।

2/6

ঘটনাটি ঘটে রাত ১১ টা ১৫ নাগাদ দিকে। জানা যায়, তিরুপতি থেকে ত্রিচির পথে একটি প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষ ঘটে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।

3/6

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ট্রাক চালকের গাফিলতির জেরে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। ফলে বাস উলটে পড়ে যায়।

4/6

আহতদের ভেলোরের সিএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

5/6

বাসে মোট ২৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরেই ট্রাক চালক ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিএনএসের অধীনে ১০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।   

6/6

ইতোমধ্যেই জেলা কালেক্টর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আধিকারিকদের আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য বলেছেন। পুলিস তদন্ত শুরু করেছে।