1/7
মাইকেল ক্লার্কের ৭০ কোটি টাকার ম্যানসন
![মাইকেল ক্লার্কের ৭০ কোটি টাকার ম্যানসন Michael Clarke buys Rs 70 crore house](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/14/345248-feature.jpg)
নিজস্ব প্রতিবেদন: সিডনির অভিজাত শহরতলি ভাউক্লুজে ম্যানসন কিনে খবরের শিরোনামে এলেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক পাঁচ বেডরুম বিশিষ্ট এই বিলাসবহুল বাড়িটি নিলামে কিনেছেন। ভারতীয় মুদ্রায় এই বাড়ির দাম প্রায় ৭০ কোটি টাকা। সম্প্রতি ক্লার্ক তাঁর মায়ের বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন। যেখানে তিনি প্রাক্তন স্ত্রী কাইলির সঙ্গে থাকতেন। ক্লাক-কাইলি সাত বছর আগে ৮.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা) কিনেছিলেন। বিক্রি করলেন ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা)। ক্লার্কের এই 'ব্যাচেলর প্যাড'টি ৭৮৪ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। ক্লার্ক এখনও এই বাড়িতে এসে থাকতে শুরু করেননি। তবে যাওয়া আসা করছেন। প্রতিবেদনে রইল বাড়ির ভার্চুয়াল ট্যুর।
2/7
৭০ কোটি টাকায় বিলাসবহুল বাড়ি কিনলেন ক্লার্ক
![৭০ কোটি টাকায় বিলাসবহুল বাড়ি কিনলেন ক্লার্ক Michael Clarke buys Rs 70 crore house](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/14/345247-1.jpg)
photos
TRENDING NOW
4/7
ক্লার্কের বাড়ির লাউঞ্জ
![ক্লার্কের বাড়ির লাউঞ্জ Michael Clarke house lounge](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/14/345245-3.jpg)
7/7
ক্লার্কের বাড়ির বাইরের সজ্জা
![ক্লার্কের বাড়ির বাইরের সজ্জা Michael Clarke house outside](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/14/345241-6.jpg)
photos