জঙ্গলের ভিতরে ৫০০০ বছরের পুরনো সভ্যতা! কী ভাবে খোঁজ মিলল?
5000-Year-Old Civilization in Gujarat: গুজরাতে খুঁজে পাওয়া গুহাচিত্রগুলি গ্রানাইট পাথরের উপর লাল হেমাটাইট শিলা দিয়ে আঁকা। এই সব ছবি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মধ্যপ্রস্তর যুগে মানুষ এখানে বসবাস করত! মধ্যপ্রস্তর যুগের সময়কাল হল ৯০০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ৪,৩০০ খ্রিস্ট পূর্বাব্দ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাতের গভীর অরণ্যে প্রাচীন সভ্যতার নিদর্শন। দেবগড় বরিয়ার বনাঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব বরাবরই ছিল। অতীতেও মধ্যপ্রস্তর যুগের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ এখানে পাওয়া গিয়েছে। সেই দেবগড় বরিয়াতেই নতুন করে খোঁজ মিলল পাঁচ হাজার বছরের পুরনো এক সভ্যতার। দেবগড় বরিয়ার এই জঙ্গল স্লথ বিয়ারের জন্য বিখ্যাত। কিন্তু এই জঙ্গল এবং আশপাশের এলাকা ঐতিহাসিক সংস্কৃতি এবং সভ্যতারও এক ভাণ্ডার।
1/6
জঙ্গলে ট্রেকিং
2/6
মধ্যপ্রস্তর যুগে মানুষের বসবাস ছিল
ভালো করে দেখেই গুহায় প্রবেশ করলেন বনকর্মীরা। গুহার মেঝেতেও তাঁরা ওই ধরনের বেশ কয়েকটি ছবি দেখেন। গুহা থেকে ফিরে আসার সময়ে বেশ কয়েকটি পাথর তাঁরা তুলে নেন, যেখানে কিছু ছবি আঁকা ছিল। পরে সেই পাথরের টুকরো পরীক্ষা করে দেখা যায়, ওই অঞ্চলে মধ্যপ্রস্তর যুগে মানুষের বসবাস ছিল। গড়ে উঠেছিল এক সভ্যতা। সেই সভ্যতার মানুষজনই এই সব গুহাচিত্র এঁকেছিল।
photos
TRENDING NOW
3/6
বৃষ্টি, বাতাস, রোদে
4/6
দেবগড় বারিয়া ও সাগতলার মাঝখানের ভ্যাভরিয়া ডুঙ্গার পাহাড়ে
5/6
গুহাচিত্র বিশেষজ্ঞের মতে
6/6
গ্রানাইট পাথরের উপর লাল হেমাটাইট শিলা
photos