লকডাউনে কাজ হারিয়ে বিষ খেল ছেলে, এক ফোঁটা না কেঁদে বাবা উল্টে যা করলেন...

Jul 24, 2020, 12:47 PM IST
1/5

নিজস্ব চিত্র

হোটেলে কাজ করতেন, কিন্তু লকডাউনে সে কাজ চলে যায়, বাড়ি ফিরে আসতে বাধ্য হন নবদ্বীপের বেলতলা পাড়ার বছর তিরিশের দীপঙ্কর মালাকর। এদিকে, বাড়িতে বৃদ্ধ বাবা-মা অসুস্থ, মানসিক যন্ত্রণা বাড়তে থাকে দীপঙ্করের।   

2/5

নিজস্ব চিত্র

পরিবারের দাবি, দিন তিনেক আগে বিষ খান দীপঙ্কর। বাড়িতেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন, এরপর তাঁকে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করান।

3/5

নিজস্ব চিত্র

শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্করের। ছেলে কেন এমনটা করল, ভালোই বুঝতে পেরেছিলেন বাবা! ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে চুপচাপ ছিলেন, এক ফোঁটা চোখের জলও ফেলেননি।

4/5

নিজস্ব চিত্র

পরিবারের বাকি সদস্যরা ভেবেছিলেন, হয়তো শোকে পাথর হয়েছেন বছর ষাটেকের দিলীপ মালাকার। কিন্তু তিনি যে এমন পথে হাঁটবেন, তা ভাবতেও পারেননি কেউ। ছেলের মৃত্যুর খবর আসার ঘণ্টা খানেকের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে বাড়িতে আত্মঘাতী হন বাবা।

5/5

নিজস্ব চিত্র

প্রতিবেশীরা বলছেন, বাড়িতে টাকার অভাব ছিল, কিন্তু সুখ ছিল মালাকার বাড়িতে। ভাঙাচোরা জিনিস বিক্রি করে ছেলেকে অনেক কষ্টে বড় করেছিলেন দিলীপবাবু। কিন্তু সুখের সংসারে শেষমেশ টাকার অভাবটাই চিড় ধরাল!