Abhijit Gangopadhyay | BJP: পদ্ম-পথে অভিজিৎ, জনতার হাতে এবার 'বিচারপতির বিচার'
এবার রাজনীতির ময়দানে সরাসরি নামলেন ‘প্রতিবাদী’ মুখ হিসেবে পরিচিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। লোকসভা ভোটে কোন আসন থেকে তিনি লড়াই করবেন, তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, তমলুক থেকে লড়াই করবেন প্রাক্তন বিচারপতি।
1/10
বিজেপি-তে যোগ
2/10
প্রাক্তন বিচারপতির বাড়িতে অগ্নিমিত্রা পল
photos
TRENDING NOW
3/10
কী বললেন তাঁরা
4/10
বেরনোর সময় কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
5/10
কী বললেন শুভেন্দু অধিকারী
6/10
কারা উপস্থিত ছিলেন
7/10
কী বললেন কেন্দ্রীয় পর্যবেক্ষক
8/10
দলে যোগ কী বললেন প্রাক্তন বিচারপতি?
দলে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। আজ আর বিশেষ কিছু বলার নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া। যাতে ২০২৬ সালে আর তারা ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায়, তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, তা পালন করব’।
9/10
উপস্থিত ছিলেন কৌস্তভ বাগচি
photos