একে একে লক ডাউন হচ্ছে শহর। গুজরাটের আমেদাবাদ তো পশ্চিমবঙ্গে কলকাতা। ছবি সৌজন্য়: বাপন সাউ
2/9
রবিবার সারা দিন অলিখিত ভাবে জারি ছিল ‘জনতা কার্ফু’। করোনাকে রুখতে অভিনব উদ্যোগ। নিজেকেই কোয়ারেন্টাইনে রাখা। ছবি সৌজন্য়: বাপন সাউ
photos
TRENDING NOW
3/9
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, রবিবার জনতার দ্বারা পালিত হবে ‘জনতা কার্ফু’। ছবি সৌজন্য়: বাপন সাউ
4/9
ট্রেনের চাকা ছিল থমকে, রাস্তা-ঘাট জনমানব শূন্য। ইতিহাসে হয়ত এই প্রথম কোন রাজনৈতিক দলের ডাকা না সত্ত্বেও স্বেচ্ছায় ‘বনধ’ পালন করলেন মানুষ। ছবি সৌজন্য়: বাপন সাউ
5/9
জি় ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক বাপন সাউ মহানগর ঘুরে ঘুরে সেই সব ছবি তুলে ধরলেন। ছবি সৌজন্য়: বাপন সাউ
করোনাকে রুখতে স্বতঃস্ফূর্তভাবে মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ছবি সৌজন্য়: বাপন সাউ
8/9
কিছুটা আতঙ্ক তো রয়েছেই, তার সঙ্গে জেদ করোনাকে কোনওভাবে জিততে দেওয়া যাবে না। আজ বিকেল ৫ নাগাদ কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে সেই জানানই দেবেন কলকাতাবাসী। ছবি সৌজন্য়: বাপন সাউ
9/9
যে সব চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য কুর্নিশ জানানো হবে এ ভাবেই। ছবি সৌজন্য়: বাপন সাউ