US Open: যুক্তরাষ্ট্র ওপেন জিতে ইতিহাস লিখলেন এমা রাডুকানু

Sep 12, 2021, 10:14 AM IST
1/6

এমা রাডুকানু

Emma Raducanu

নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্র ওপেন জিতে ইতিহাস লিখলেন ব্রিটিশ অষ্টাদশী এমা রাডুকানু। প্রথম কোয়ালিফায়ার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন তিনি।

2/6

এমা রাডুকানু বনাম লেইলা ফার্নান্ডেজ

Emma Raducanu vs Leylah Fernandez

এমা মহিলাদের ফাইনালে স্ট্রেইট সেটে উড়িয়ে দিলেম কানাডার লেইলা ফার্নান্ডেজকে। এমার পক্ষে ফল ৬-৪, ৬-৩।

3/6

এমা রাডুকানু ইতিহাস

Emma Raducanu Britain history

দীর্ঘ ৫৩ বছর পর এই প্রথম কোনও ব্রিটিশ মহিলা হিসাবে যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন ১৮ বছরের এমা।  

4/6

এমা রাডুকানু ব়্যাঙ্কিং

Emma Raducanu ranking

ফ্লাশিং মিডোয় নামার আগে এমার মহিলা সিঙ্গলসের ব়্যাঙ্কিং ছিল ১৫০ নম্বর। অথচ তিনি যখন আর্থার অ্যাশ  ছাড়লেন তাঁর ব়্যাঙ্কিং হয়ে গেল ২৩।  

5/6

এমার রাডুকানুর অপ্রত্যাশিত জয়

 Emma Raducanu unexpected win

এমা যে ইতিহাস লিখতে পারেন, এমন প্রত্যাশা ছিল না অতি বড় টেনিস সমর্থকেরও।

6/6

এমা রাডুকানু রূপকথা

 Emma Raducanu fairytale

খেলা মানেই রূপকথা। টেনিসের রূপকথায় আজীবনের জন্য নিজের নাম লিখিয়ে নিলেন এমা।