Rose Valley: BMW থেকে Mercedes- ৭ দামি গাড়ি বাজেয়াপ্ত করল ED, দেখুন ছবিতে

Aug 27, 2021, 21:59 PM IST
1/7

মাহিন্দ্রা স্করপিও

Mahindra Scorpio

নিজস্ব প্রতিবেদন: রোজভ্যালিকাণ্ডের তদন্তে ৭টি নামিদামি গাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেকটরেট।

2/7

বিএমডব্লু

BMW

রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর নামিদামি গাড়ির শখ ছিল। নানা ধরনের গাড়ি শোভা পেত তাঁর সম্ভারে। শুক্রবার তেমনই ৭টি গাড়ি নিজেদের জিম্মায় নিল ইডি।    

3/7

হন্ডা সিভিক

Honda Civic

আর্থিক তছরূপ মামলায় কলকাতার নামী এলাকা থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বিএমডব্লু ও ২ মার্সিডিজ। 

4/7

বিএমডব্লু

BMW

এর পাশাপাশি ১টি হন্ডা সিভিক, ১টি টয়োটা ফরচুনার ও ১টি মাহিন্দ্রা স্করপিও।   

5/7

টয়োটা ফরচুনার

Toyota Fortuner

ইডি-র দাবি, এই সাতটি দামি গাড়ি চিটফান্ডের টাকায় কিনেছিল রোজভ্যালি। 

6/7

মার্সিডিজ

marcedes

রোজভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করছে ইডি। ইতিমধ্যে সংস্থার ১০৭৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা।   

7/7

মার্সিডিজ

marcedes

রোজভ্যালি মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে অরুণ মুখোপাধ্যায়। তাকে ৭ বছরের কারাদণ্ড ও ২ লক্ষ ৫০ হাজার টাকার জরিমানা নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ আদালত।