Rachna Banerjee: ক্লাসরুমে দিদিমণি রচনা! পড়ুয়াদের পড়াও ধরলেন সাংসদ-অভিনেত্রী...

Rachna Banerjee at school Visit: এবার শিক্ষিকার ভূমিকায় দিদি নং ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ক্লাসরুমে হাজির সাংসদ। ছাত্র-ছাত্রীদের পড়াও ধরলেন তিনি। উত্তর ঠিক দেওয়ায় বললেন, 'ওরা ভালো ছাত্র'।

| Aug 01, 2024, 19:04 PM IST
1/8

ক্লাসরুমে রচনা...

বিধান সরকার: তিনি অভিনেত্রী, তিনি সাংসদ, তিনিই দিদি নং ওয়ান। তবে এবার চেনা এই সমস্ত ভূমিকা বাদ দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল দিদিমণির ভূমিকায়। 

2/8

ক্লাসরুমে রচনা...

বৃহস্পতিবার পান্ডুয়ার খন্যান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

3/8

ক্লাসরুমে রচনা...

ক্লাস ফাইভের ঘরে ঢুকে রচনা দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টারমশাই। নিজের হাতে বই তুলে নেন দিদি নং ওয়ান।

4/8

ক্লাসরুমে রচনা...

দিদিমণির মতো ছাত্র-ছাত্রীদের বানান জিজ্ঞাসা করতে থাকেন রচনা। পড়ুয়ারা ঠিক মত উত্তর দেওয়ায় বলেন,ওরা ভালো ছেলে।

5/8

ক্লাসরুমে রচনা...

তবে শুধু পড়াশোনাই নয়। এরপরে স্কুল ঘুরে দেখেন সাংসদ। 

6/8

ক্লাসরুমে রচনা...

রচনা বলেন, 'কয়েকটা ঘরের ছাদের চাঙর ভাঙছে সেগুলো সারাতে হবে। ঘরেরও প্রয়োজন আছে।মিড মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো'।

7/8

ক্লাসরুমে রচনা...

'সরকারি স্কুলেও ভালো পড়াশোনা হয় ইংরেজি শিক্ষা হয়। সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত', বললেন রচনা। 

8/8

ক্লাসরুমে রচনা...

'ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না।পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবেনা।বরং বড় স্কুলে গিয়ে সিক্সে ভর্তি হবে এমন ভাবেই তাদের তৈরি করতে হবে', দাবি রচনার।