EXPLAINED | Yuzvendra-Dhanashree Divorce: বিয়ের ৪ বছরের মধ্যেই ধনশ্রী-চাহালের ডিভোর্স! ইনস্টায় সব ছবি ডিলিট, আনফলো করলেন...

Yuzvendra Chahal and Dhanashree Verma Divorce: এর আগেও নানান গুঞ্জন ছড়িয়ে ছিল। কিন্তু প্রতিবার যুজবেন্দ্র যাবতীয় কথাবার্তা গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এবার প্রায় সত্যি বলা চলে। 

Jan 04, 2025, 16:15 PM IST
1/6

ক্রীড়া জগতে ফের বিবাহ বিচ্ছেদ

বছর শুরুতেই ভারতীয় ক্রীড়া জগতে ফের বিবাহ বিচ্ছেদের খবর চর্চায়। ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। এবার সেই জল্পনাই সত্যি হওয়ার পথে। 

2/6

আনফলো

নিজেরাই জল্পনাকে সত্যি করলেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন।

3/6

ডিলিট করল

তার উপর নিজের অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবিও ডিলিট করল যুজি। 

4/6

অনুষ্ঠান ছাড়াই

২০২০ সালে ১১ ডিসেম্বর মাসে কোনরকমের বড়সড় অনুষ্ঠান ছাড়াই বিয়ে করে তাঁরা। 

5/6

৪ বছরের মধ্যেই

বিয়ের ৪ বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন একেবারে সত্যি।

6/6

নানান গুঞ্জন

এর আগেও নানান গুঞ্জন ছড়িয়ে ছিল। কিন্তু প্রতিবার যুজবেন্দ্র যাবতীয় কথাবার্তা গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এবার প্রায় সত্যি বলা চলে।