Home Image: 
Devlina Kumar: ধারাবাহিকে ডেবিউ, পদ্মাবতীর চরিত্রে দেবলীনা কুমার, শীঘ্রই শুরু হবে শুটিং
Domain: 
Bengali
Home Title: 

ধারাবাহিকে ডেবিউ, পদ্মাবতীর চরিত্রে দেবলীনা কুমার, শীঘ্রই শুরু হবে শুটিং

 

English Title: 
Devlina Kumar will debut in Mega Serial Jay Jagannath
Slide Photos: 
Devlina in Mega Serial 6

ব্রহ্মানন্দ ও পদ্মাবতীর বাবা পরস্পরের পূর্ব পরিচিত, শৈশবের বন্ধু। পদ্মাবতীর বাবার অনুরোধে এবং রাজগুরুর আগ্রহে পদ্মাবতী শ্রী মন্দিরে এসে দেবদাসীর পদ অলংকৃত করে। 

Devlina in Mega Serial 5

মেয়েকে নিয়ে রওনা দেন পুরুষোত্তম ক্ষেত্রের শ্রীমন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন প্রকৃত ভক্তিপ্রাণা দেবদাসীর অনুসন্ধান করছেন, তখনই পদ্মাবতীর বাবার সঙ্গে পথে সাক্ষাৎ হয় মহারাজের প্রতিনিধি রাজগুরু ব্রহ্মানন্দ স্বামীর। 

 

Devlina in Mega Serial 4

পদ্মাবতীর বিবাহের আয়োজন করেন তিনি। কিন্তু বারবার সেই বিবাহগুলো ভেঙে যেতে থাকে। তখন পদ্মাবতীর বাবার মনে পড়ে পূর্বতন প্রতিশ্রুতি। 

 

Devlina in Mega Serial 3

বাংলার গ্রামের সাধারণ ঘরের মেয়ে পদ্মাবতী। শিশুকাল থেকেই দেবদ্বিজে তার অটল ভক্তি। তার জন্মের আগেই তার বাবা তাকে শ্রীজগন্নাথদেবের কাছে দান করেছিলো। কিন্তু পরবর্তীতে সে কথা তিনি ভুলে যান। 

 

Devlina in Mega Serial 2

কালারস বাংলার জয় জগন্নাথ ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে দেবলীনা কুমারকে। সম্প্রতি হয়ে গেল এই ধারাবাহিকের লুক টেস্ট। শীঘ্রই শুরু হবে শুটিং। 

 

Devlina in Mega Serial 1

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি ছোটপর্দায় রিয়ালিটি শোয়ের মেন্টর হিসাবে দেখা গেছে দেবলীনা কুমারকে। এবার তাঁকে দেখা যাবে পৌরাণিক ধারাবাহিকে। 

 

Publish Later: 
No
Publish At: 
Tuesday, April 19, 2022 - 19:57
Mobile Title: 
ধারাবাহিকে ডেবিউ, পদ্মাবতীর চরিত্রে দেবলীনা কুমার, শীঘ্রই শুরু হবে শুটিং
Facebook Instant Gallery Article: 
No