দিল্লির হয়ে এবার আইপিএলে খেলতে দেখা যাবে না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকসকে। মার্চ মাসেই ওকস সেকথা জানিয়ে দেয় দিল্লি ফ্র্য়াঞ্চাইজিকে।
2/5
দিল্লি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে ক্রিস ওকসকে দেড় কোটি টাকা বেসপ্রাইজ দিয়ে দলে নিয়েছিল।
photos
TRENDING NOW
3/5
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকবে। তাই দেশের হয়ে নামার আগে তিনি নিজেকে তরতাজা রাখতে চান। তাই ক্রিস ওকস আইপিএল খেলে ধকল নিতে চান না বলে জানিয়েছিলেন করোনার আগেই। তবে করোনা পরবর্তী সময়েও মানসিকতা বদলাচ্ছেন না ক্রিস ওকস।
4/5
ওকসের বদলি হিসেবে প্রোটিয়া পেসার আনরিখ নর্টজেকে দলে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
5/5
২০১৯ সালে আইপিএঅলে কলকাতা নাইট রাইডার্স নর্টজে-কে দলে নিলেও চোটের কারণে খেলেননি। তবে এই মরশুমে আইপিএল-এ দিল্লির হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।