IND-W vs WI-W | Deepti Sharma: শিল্পের শহরেই অবিশ্বাস্য শিল্পকলা! দেশের কন্যার ইতিহাসে ভারত ৩-০ ওড়াল উইন্ডিজকে...

Deepti Sharmas Record: দিপ্তী শর্মার ঐতিহাসিক রেকর্ডে ভারত হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে...

Dec 27, 2024, 19:05 PM IST
1/6

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ

West Indies Women Tour Of India 2024

তিনটি টি-২০ আই ও সমসংখ্যক ওডিআই খেলতে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল এসেছিল ভারতে। টি-২০ আই সিরিজে ভারত ২-১ জিতেছিল, এবার ওডিআই সিরিজে ভারত ৩-০ চুনকাম করল ওয়েস্ট ইন্ডিজকে। 

2/6

ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওডিআই

WI Women vs IND Women, 3rd ODI

গুজরাতের শহর বডোদরার কোটাম্বি স্টেডিয়ামেই হয়েছে তিনটি ওডিআই। প্রথম ওডিআই হরমনপ্রীত কৌররা জিতেছিলেন ২১১ রানে, দ্বিতীয় ওডিআই-তে হেলি ম্য়াথিউজরা হেরেছেন ১১৫ রানে। শুক্রবার অর্থাত্‍ আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ভারত ৫ উইকেটে জিতে হোয়াইটওয়াশ করেছে মেরুন ব্রিগেডকে। শিল্পের শহরে বডোদরায় শিল্পী হয়ে গেলেন ভারতের স্টার অলরাউন্ডার দিপ্তী শর্মা।   

3/6

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

West Indies Women

টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে বল করার আমন্ত্রণ জানিয়েছিল। এদিন ব্যাট করতে নেমে হেলি ম্য়াথিউজরা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৬২ রানে অলআউট হয়ে যায় তাঁরা। দলের সর্বাধিক রান করেছেন- শিনেল হেনরি (৭২ বলে ৬১) ও শিমেন ক্য়াম্পবেল (৬২ বলে ৪৬)। তাঁরা দাঁড়াতে না পারলে উইন্ডিজের অবস্থা আরও শোচনীয় হত!   

4/6

ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা

 Deepti Sharma Creates History

আর প্রতিপক্ষকে একাই শুইয়ে দিয়েছেন দীপ্তি। ১০ ওভার বল করেছেন তিনি, তিনটি মেডেন পেয়েছেন, ৩১ রান খরচ করে একাই তুলে নিয়েছেন ৬ উইকেট!  দীপ্তি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দু'বার ৬ উইকেট পেলেন। এই কৃতিত্ব বিশ্বের দুই মহিলা ক্রিকেটারেরই থাকল। ভারতের দীপ্তির পর দক্ষিণ আফ্রিকার সুন লাস। এদিন বাকি চার উইকেট নিয়েছেন রেনুকা সিং।  

5/6

ভারতের প্রথম ইনিংস

India Women

ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে ভারত ১৩০ বল হাতে রেখে ৫ উইকেটে ম্য়াচ জিতে নেয়। যদিও ভারত ১৩ ওভারের ভিতর ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের টপ অর্ডার- স্মৃতি মন্ধানা (৪), প্রতীকা রাওয়াল (১৮), হরলীন দেওল (১) দ্রুত ফিরে যান সাজঘরে। এরপর হরমনপ্রীত (৩২), জেমিমা রডরিগেজ (২৯), দীপ্তি (৩৯) ও রিচা ঘোষ (অপরাজিত ২৩) মিলে ভারতের জয় নিশ্চিত করেন।  ম্য়াচের সেরা হলেন দিপ্তী। ব্যাট-বলে জ্বলে উঠেছেন তিনি। ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন রেনুকা সিং। বলাই যায় যে, ভারত আগামী বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি ভালো ভাবেই সেরে নিল।  

6/6

ভারতের প্রথম ইনিংস

 India Women

ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে ভারত ১৩০ বল হাতে রেখে ৫ উইকেটে ম্য়াচ জিতে নেয়। যদিও ভারত ১৩ ওভারের ভিতর ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের টপ অর্ডার- স্মৃতি মন্ধানা (৪), প্রতীকা রাওয়াল (১৮), হরলীন দেওল (১) দ্রুত ফিরে যান সাজঘরে। এরপর হরমনপ্রীত (৩২), জেমিমা রডরিগেজ (২৯), দীপ্তি (৩৯) ও রিচা ঘোষ (অপরাজিত ২৩) মিলে ভারতের জয় নিশ্চিত করেন।  ম্য়াচের সেরা হলেন দিপ্তী। ব্যাট-বলে জ্বলে উঠেছেন তিনি। ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন রেনুকা সিং। বলাই যায় যে, ভারত আগামী বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি ভালো ভাবেই সেরে নিল।