Deadly Aircrash: বীভৎস বিমান-দুর্ঘটনা! বিকট বিস্ফোরণ, ভয়াবহ আগুন, ভয়ংকর ধ্বংসের ভিতরে আকুল আর্তি...মৃত্যুমিছিল...

Aircraft Crash in Sudan: রাতে সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। বুধবার খার্তুমের আঞ্চলিক সরকার এই খবর জানায়। ঘটনার বীভৎসতায় স্তম্ভিত সকলে।

| Feb 27, 2025, 16:07 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুদানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে গিয়েছে। অন্তত ৫০ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার রাতে সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার খার্তুমের আঞ্চলিক সরকার এই খবর জানিয়েছিল। খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসে বিশ্ব। 

1/6

বিমানঘাঁটি

ওয়াদি সেদিনা বিমানঘাঁটির পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। 

2/6

বিধ্বস্ত উড়ান

সেনাবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি উড়ানের সময়ে বিধ্বস্ত হয়। এতে সেনা ও সাধারণ মানুষের প্রাণ গিয়েছে।

3/6

১৯ থেকে ৪৬ জন

খার্তুমের আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে জানা গিয়েছে, ৪৬ জন মারা গিয়েছেন। তবে প্রথমে সেনা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

4/6

বিকট বিস্ফোরণ

ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা একটা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ওই এলাকার কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। 

5/6

বিদ্যুৎবিভ্রাট

আর বিমান বিধ্বস্ত হওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।

6/6

কারিগরি ত্রুটি?

দুর্ঘটনার পর জরুরি পরিষেবার কর্মীরা শিশু-সহ আহত অসামরিক লোকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আপাতত অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।