Deadly Accident on the Way to MahaKumbh: লরির ধাক্কা খেয়ে গাড়ি ধাক্কা মারল কন্টেইনারে! প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! কত মৃত্যু?

Deadly Accident on the Way to MahaKumbh: বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি গাড়ি করে প্রয়াগরাজে মহাকুম্ভের দিকে যাচ্ছিলেন। কী ঘটল?

| Feb 20, 2025, 12:19 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে যাওয়ার পথে বা ফেরার পথে এই দেড়মাসে বহু দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মানুষ আহতও যেমন হয়েছেন, মারাও গিয়েছেন। এবারের মহাকুম্ভ ঘিরে যেন ঘটনার ঘনঘটা। এবার ফের ঘটল দুর্ঘটনা। বুধবার গভীর রাতে, জাতীয় সড়কে। কী ঘটেছিল, কোথায়?

1/6

একই পরিবারের ৮ জন

জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি গাড়ি করে প্রয়াগরাজে মহাকুম্ভের দিকে যাচ্ছিলেন। (তথ্য: বাসুদেব চট্টোপাধ্যায়)

2/6

পুণ্যস্নান

মহাকুম্ভের মহাতিথিতে প্রয়াগরাজে পুণ্যস্নানই তাঁদের উদ্দেশ্য ছিল। (তথ্য: বাসুদেব চট্টোপাধ্যায়)

3/6

১৯ নম্বর জাতীয় সড়কে

পথে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। (তথ্য: বাসুদেব চট্টোপাধ্যায়)

4/6

লরির ধাক্কা

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, তাঁদের গাড়িটি ৭০-৮০ কিমি প্রতিঘণ্টা গতিতে ছিল। একটি লরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে তাঁদের গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। (তথ্য: বাসুদেব চট্টোপাধ্যায়)

5/6

আহত

এই ঘটনায় মারা যান শান্তনু মুখোপাধ্যায় (৬৫) এবং  শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দুই ব্যক্তি। আহত হন শান্তনুবাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখার্জি, শৈলেনবাবুর স্ত্রী রূম্পা ব্যানার্জি এবং শৈলেনবাবুর নিকট আত্মীয়শিউলি কর্মকার এবং চালক সোমনাথ চক্রবর্তী। এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক। (তথ্য: বাসুদেব চট্টোপাধ্যায়)

6/6

ময়নাতদন্ত

আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। (তথ্য: বাসুদেব চট্টোপাধ্যায়)