Cyclone Dana: 'ডানা'র মোকাবিলায় দুর্গাপুজোর ব্যানার! চলছে সেলাই...

Cyclone Dana: কলকাতার এই স্বেচ্ছাসেবী সংস্থা প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে । এবার পূজো শেষ হতেই 'ডানা'র প্রভাবের সম্ভাবনার কথা জানা যায়। তখনই শহরের... 

| Oct 23, 2024, 20:55 PM IST
1/6

অয়ন ঘোষাল: পুজো শেষ হয়েছে, গুরুত্ব হারিয়েছে ব্যানার। পুজোর পর ব্যানার খোলার ব্যাপারে আর কেউই গা করেন না। সেই সমস্ত ব্যানার একত্রিত করে চলছে সেলাই। জুড়ে দিয়ে তৈরি হবে ত্রিপল। বিপন্ন মানুষের কাছে তা পৌঁছাবে মেঘদূতম ফাউন্ডেশনের হাত ধরে। 

2/6

পুজো শেষ শহরের এদিকে ওদিকে পড়ে পরিবেশ দূষণ ছাড়া কোন কাজেই লাগে না ব্যানার । সেগুলিকেই  এবার মানুষের মাথার ছাদ হিসাবে ব্যবহারের উপযোগী গড়ে তুলছে শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘদূতম ফাউন্ডেশন। বিজ্ঞাপন দেওয়া ব্যানারগুলিকে একের পর এক সেলাই করে তৈরি করছে এিপলের  মতো আচ্ছাদন।

3/6

অন্যদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ডানা'। 'ডানা'র পর ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে এই ত্রিপলগুলি। আপাতত বড় বাজারে ত্রিপল পট্টিতেই চলছে এই এিপল বানানোর কাজ । 

4/6

কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা মেঘ দূতম ফাউন্ডেশন প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে । এবার পূজো শেষ হতেই 'ডানা'র প্রভাবের সম্ভাবনার কথা জানা যায়। তখনই শহরের রাস্তায় দূষণ বাড়িয়ে চলা ফ্লেক্সের কথা মাথায় আসে সগুনা মুখার্জির।

5/6

শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ ১৫টি ছোট বড় পুজো কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে ব্যানার পৌঁছে দিয়েছেন তাদের কাছে।

6/6

তাদের কথায় বৃহস্পতিবার ঘূর্ণিঝড় 'ডানা'র ল্যান্ডফল হওয়ার কথা। তার আগেই আচ্ছাদন তৈরীর কাজ শেষ হবে। পরের দিন থেকে তারা যেখানেই খবর পাবেন সেখানেই গাড়ি নিয়ে দুর্গত মানুষদের এগুলি পৌঁছে দেবেন।