CPM Book Stall: যাদবপুরের বুকস্টলে অবিক্রিত বেশকিছু বই, পাড়ায় ঘুরে বিক্রি করলেন সিপিএম কর্মীরা

| Oct 08, 2022, 21:36 PM IST
1/5

এবার পুজোয় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বুকস্টল খুলেছিল সিপিএম। প্রতি বছরের মতো এবার সেইসব বুকস্টল থেকে বিক্রি হয়েছে বহু বই। তবে অবিক্রিতও থেকে যায় অনেক। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

2/5

যাদবপুর একাকার বিভিন্ন জায়গায় পাশাপাশি এইট বি বাসস্ট্যান্ডে খোলা হয়েছিল এরকমই একটি বুকস্টল। সেই স্টলে কিছু বই অবিক্রিত থেকে যায়। শনিবার সেইসব বই নিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়লেন সিপিএম কর্মীরা। -তথ্য-মৌমিতা চক্রবর্তী  

3/5

বিদ্যাসাগর, রামগড় অঞ্চলে ওইসব বই ভ্যানে চাপিয়ে পাড়ায় পাড়ায় ঘুরলেন সিপিএম কর্মীরা। প্রচুর মানুষ এমন প্রচেষ্টা দেখে এগিয়ে এলেন, বই নেড়েচেড়ে দেখলেন, কিনলেনও প্রচুর। অনেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরবও হলেন। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

4/5

যাদবপুরের স্টলগুলি পুজোর ৪ দিনে রেকর্ড গড়ে ফেলেছে। পুজোর এই চার দিনে ওই স্টল থেকে বই বিক্রি হয়েছে ৪ লাখ ৮৪ হাজার টাকার। এখনওপর্যন্ত এটি একটি রেকর্ড। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

5/5

চতুর্থীর দিন যাদবপুরের ৮বি এলাকায় সিপিএমের বই বিপনির উদ্বোধন করেন বিমান বসু। তারপর থেকে দশমী পর্যন্ত সেখানে ৪ লাখ টাকারও বেশি বই বিক্রি হয়েছে বলে খবর। এছাড়া বিদ্যাসাগর কলোনী, শ্রী কলোনী-সহ অন্যন্য স্টলগুলি থেকে যে বই বিক্রি হয়েছে তা পাঁচ লাখ টাকারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।  -তথ্য-মৌমিতা চক্রবর্তী