শ্রমজীবী ক্যান্টিন, বাজারের পর পুজোয় গরিবদের জামাকাপড় দিচ্ছে CPM

Oct 10, 2020, 23:42 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: লকডাউন পর্ব থেকে চলছে সিপিএমের শ্রমজীবী ক্যান্টিন। সস্তায় খাবার পাচ্ছেন গরিব মানুষ। চালু হয়েছে শ্রমজীবী বাজারও। এবার পুজোর মুখে নতুন উদ্যোগ আলিমুদ্দিনের। 

2/5

দীর্ঘ লকডাউন, তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও হাতে টাকা নেই বহু মানুষের। তাঁদের পাশে দাঁড়াচ্ছে সিপিএম। 

3/5

পুজোর আগে গরিবদের মুখে হাসি ফোটাতে জামাকাপড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাদের দেওয়া হবে, তার তালিকা তৈরির দায়িত্ব পেয়েছিল এরিয়া কমিটিগুলি।   

4/5

বিধানসভা ভোটের আগে জনসংযোগ মজবুত করতে নানা ভাবে মানুষের পাশে থাকতে চাইছে সিপিএম। ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বণ্টন করা হয়েছে জামাকাপড়।      

5/5

রবিবার বেহালার  ১২১ নম্বর ওয়ার্ডে গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হবে নতুন জামাকাপড়।