'আয়ত্বের বাইরে চলে যাচ্ছে' গুজরাটের করোনা পরিস্থিতি, মন্তব্য সুপ্রিম কোর্টের

Nov 23, 2020, 16:32 PM IST
1/5

গুজরাট ও দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট দুদিনের মধ্যে সব রাজ্যকে তাদের করোনা পরিস্থিতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। 

2/5

সুপ্রিম কোর্টের তরফে আজ মন্তব্য করা হয়েছে, দিল্লি  ও গুজরাটে করোনা পরিস্থিতি খারাপ হয়েছে। গুজরাটে করোনা পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে।

3/5

দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটি বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকে কেজরিওয়ালকে আশ্বাস দেওয়া হয়, সাড়ে সাতশো আইসিইউ বেড ও পর্যাপ্ত অক্সিজেন সরবারহ করা হবে দিল্লি সরকারকে।

4/5

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের বেঞ্চের তরফে দিল্লির অতিরিক্ত সলিসিটার জেনারেল সঞ্জয় জৈনকে বলেন, বিশেষ করে নভেম্বরে দিল্লির করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। করোনা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দিক রাজ্যে। বেঞ্চের অন্য দুই বিচারপতি আর এস রেড্ডি ও এম আর শাহ বলেন, করোনা নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার রাজ্যগুলিকে সবরকম সাহায্য করবে।

5/5

দিল্লির করোনা রোগীদের ঠিকমতো চিকিত্সা হচ্ছে না, এরকম এক অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে আজ ওই শুনানি করে শীর্ষ আদালত। এনিয়ে পরবর্তি শুনানি হবে ২৭ নভেম্বর।