দীপাবলির রাতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮৮ লাখ, যদিও কমল সক্রিয় আক্রান্ত

Nov 15, 2020, 12:02 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : দিওয়ালির রাতে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৮৮ লাখ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার মানুষ। এরফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন।

2/5

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৩৫ জন।

3/5

তবে স্বস্তির বিষয় এটাই যে, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে। ১,৫০৩ জন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২১৬ জন।

4/5

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ হাজার ১৫৬ জন। এরফলে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ লাখ ৫ হাজার ৭২৮ জন।

5/5

ICMR-এর রিপোর্ট অনুযায়ী, ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১২ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।