বছর শেষের আগেই আসছে দেশের করোনা প্রতিষেধক! জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Aug 23, 2020, 11:09 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্বের একই শত্রু, নোভেল করোনা ভাইরাস। হন্যে হয়ে প্রতিষেধক খুঁজছে গোটা বিশ্ব। তবে বছর শেষ হওয়ার আগেই দেশের প্রথম করোনা প্রতিষেধক আসছে। শনিবার একথা বলেই আশা জোগালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন।
2/5
উত্তর প্রদেশের গাজিয়াবাদে হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে হর্ষ বর্ধন বলেছেন, "আমাদের একটি করোনা প্রতিষেধকের তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আমরা আত্মবিশ্বাসী যে এই বছর শেষের আগেই একটি করোনা প্রতিষেধক তৈরি করে ফেলতে পারবো।"
photos
TRENDING NOW
3/5
শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর গলায় মিলল বিজয়ের সুরও। "আমি খুব খুশি যে ৮ মাসের যুদ্ধে ভারতে সুস্থতার হার সবচেয়ে ভালো, ৭৫ শতাংশ। ২২ লক্ষ ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও ৭ লক্ষ খুব তাড়তাড়ি সুস্থ হয়ে উঠবেন।" এভাবেই কোভিড যুদ্ধে দেশের পরিস্থিতি জানালেন হর্ষ।
4/5
দেশে করোনা লড়াই শুরু হয়েছিল পুনের একটি মাত্র করোনা পরীক্ষার ল্যাবরেটরি থেকে এখন দেশে ১ হাজার ৫০০ পরীক্ষাগার রয়েছে। শুধুমাত্র শুক্রবারই দেশে ১০ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে। একথা বলেও আশার আলো জুগিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।
5/5
তবে করোনার করাল থাবা দেশে যে হালকা হয়নি তার প্রমাণ মিলছে দৈনিক আক্রান্তের সংখ্যায়ই। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৫৮ হাজার।